HappeningsBreaking News

অবসরপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনারকে পূর্ব ত্রিপুরায় পাঠাল কমিশন
Former Deputy Election Commissioner appointed special observer for Tripura

২২ এপ্রিলঃ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোটকে নির্বাচন কমিশন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তাই সাধারণ পর্যবেক্ষক, চারজন পুলিশ পর্যবেক্ষকের পর ভোটের ঠিক আগের দিনে বিশেষ পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেয়। আর সেই বিশেষ পর্যবেক্ষক হিসেবে খোদ ডেপুটি ইলেকশন কমিশনার বিনোদ জুতসীকে নিযুক্তি দেওয়া হয়েছে।

ত্রিপুরার পুলিশ প্রধান একে শুক্লা পূর্ব ত্রিপুরার ভোটারদের আশ্বস্ত করেছেন, নির্ভয়ে সবাই ভোট দিতে পারবেন। পুলিশ সে জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ভোট পিছিয়ে দেওয়ার পর অতিরিক্ত ৬৪ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রাজ্যে এসেছে। সব মিলিয়ে মঙ্গলবারের ভোটে পূর্ব ত্রিপুরায় ১০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। শুক্লা জানান, এই আসনে মোট ১ হাজার ৬৪৫টি বুথ রয়েছে। ৮৭ শতাংশ বুথে কেন্দ্রীয় রক্ষী মোতায়েন করা হয়েছে। ১৯০টি ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবে ত্রিপুরা স্টেট রাইফেল (টিএসআর) এবং নির্বাচন কমিশনের নির্দেশে বাকি ৩১টি মহিলা পরিচালিত বুথে মহিলা পুলিশ থাকবে। কোনও ধরনের অপরাধ করে কেউ যেন পালিয়ে যেতে না পারে, সে জন্য বিভিন্ন জায়গায় মোট ১১৩টি গেট বসানো হয়েছে।

প্রসঙ্গত, সব আসনেই এ বার সাধারণ পর্যবেক্ষকের সঙ্গে একজন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পূর্ব ত্রিপুরাতে একজন সাধারণ পর্যবেক্ষক ও একজন পুলিশ পর্যবেক্ষক পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু পশ্চিম ত্রিপুরায় ব্যাপক রিগিঙের প্রেক্ষিতে পূর্ব ত্রিপুরা ১৮ এপ্রিলের পরিবর্তে ২৩ এপ্রিল করা হচ্ছে। সেইসঙ্গে অতিরিক্ত তিনজন পুলিশ পর্যবেক্ষকও নিযুক্ত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker