Culture

গানে গানে লোককণ্ঠ, শহিদ শ্রদ্ধা
Folk Forum offers tribute to Pulwama martyrs

২১ ফেব্রুয়ারি : শিলচরের সম্মিলিত লোকমঞ্চের মাসিক অনুষ্ঠান লোককণ্ঠ রবিবার, ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ দিন কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি আক্রমণে নিহত ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু হয়। মোমবাতি ও ধূপ জ্বালিয়ে লোকমঞ্চের শিল্পীরা অমর শহিদদের আত্মার শান্তি কামনা করেন।

এরপরই লোককণ্ঠের পরম্পরা অনুযায়ী সংস্থা সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই সঙ্গীত পরিবেশন করেন সংস্থার শিল্পী জগদীশ দাস। তারপর মঞ্চে আসেন আমন্ত্রিত শিল্পী নবনিতা দাস। তিনি পরপর তিনটি লোকগান পরিবেশন করেন। সংস্থার শিল্পী অর্জুন দাসও তিনটি গান পরিবেশন করেন।

তার ঠিক পরেই মঞ্চে আসে আরেক আমন্ত্রিত শিল্পীদল ঝংকার। বলিষ্ঠ কণ্ঠে শিল্পীদের পরিবেশনা দর্শকদের আনন্দ দেয়। সংস্থার শিল্পী প্রিয়াঙ্কা চক্রবর্তী এরপর কয়েকটি গান উপহার দিয়েছেন। তিনি তিনটি লোকগান পরিবেশন করেন।

এ দিন সংস্থা সঙ্গীতে শিল্পীদের মধ্যে ছিলেন রেবা ভৌমিক, রসলাল দাস, দীপক দাসগুপ্ত, সুব্রত পাল, রাজু দাস, প্রিয়াঙ্কা চক্রবর্তী প্রমুখ। যন্ত্রসঙ্গীতে ছিলেন হারমোনিয়মে মনোরঞ্জন মালাকার, তবলায় ভাস্কর দাস, দোতারায় শ্রীবাস সূত্রধর ও বেহালায় অর্জুন  দাস।

সার্বিকভাবে এ দিনের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ভাস্কর দাস ও সুব্রত পাল। একেবারে শেষে সংস্থার সাংস্কৃতিক সম্পাদক সুব্রত পালের কণ্ঠে একটি গান দিয়ে এ দিনের অনুষ্ঠান শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker