Barak UpdatesHappeningsBreaking News
ড্রোন দিয়ে স্যানিটাইজেশন, রাজ্যে প্রথম করিমগঞ্জFirst time in Assam, drone used for sanitisation in Karimganj
৪ জুন : বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে পুরো এলাকা স্যানিটাইজড করতে এ বার ড্রোনের সাহায্য নেওয়া হল করিমগঞ্জে। সাংসদ কৃপানাথ মালার প্রচেষ্টায় তাঁর লোকসভা কেন্দ্র এলাকাতেই মূলত এই স্যানিটাইজেশন প্রক্রিয়া চলবে। শুক্রবার করিমগঞ্জ কলেজ মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্যানিটাইজেশন প্রক্রিয়ার উদ্বোধন করেন সাংসদ নিজেই। ছিলেন বিজেপি নেতা মিশনরঞ্জন দাস সো অন্যরাও।
জানা গেছে, সাংসদ কৃপানাথ মালার প্রচেষ্টায় বৃহস্পতিবারই দিল্লি থেকে করিমগঞ্জে এসে পৌছয় গারুদা এরোস্পেসের একটি দল। গতকালই এ নিয়ে যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করে দলটি। একবার ট্রায়ালও হয়। এরপর শুক্রবার সকালে তা পূর্ণতা পায়। একটি সূত্রে জানা গেছে, গত ১৯ মে সাংসদ এ ব্যাপারে ওই টিমের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপরই তাদের কাছ থেকে সবুজ সংকেত আসে। প্রসঙ্গত, এই কোম্পানি সারা দেশের বিভিন্ন বড়সড় শহরেও ড্রোনের মাধ্যমে স্যানিটাইজ করেছে। আর রাজ্যের মধ্যে করিমগঞ্জে প্রথমবার এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শুধু করিমগঞ্জেই নয়, কৃপানাথ মালার লোকসভা এলাকাধীন হাইলাকান্দিতেও এই প্রক্রিয়ায় স্যানিটাইজ করা হবে।
ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে স্যানিটাইজেশন প্রক্রিয়াকে ঘিরে গত কয়েকদিন থেকেই ব্যাপক আলোচনা চলেছে। শুক্রবারও তা নিজের চোখে দেখতে উতসাহীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।