Barak UpdatesHappeningsBreaking News
সফল নিউরোসার্জারি হল শিলচর মেডিক্যালেFirst ever successful neurosurgery done at SMCH
ওয়েটুবরাক, ২৮ অক্টোবরঃ গাছ থেকে পড়ে গিয়েছিল বারো বছরের সানাহুল হক । মাথায় প্রচণ্ড চোট পেয়েছিল সে। ব্রেনে রক্ত জমাট বেঁধেছিল। সড়ক দুর্ঘটনায় মারাত্মক জখম হন চল্লিশ বছরের আজিজুর রহমান চৌধুরী। কাউকে বাইরে পাঠাতে হয়নি। বৃহস্পতিবার শিলচর মেডিক্যাল কলেজেই দুইজনের অস্ত্রোপচার হয়েছে। নিউরোসার্জারি বিশেষজ্ঞ সম্বুদ্ধ ধর এই সফল অস্ত্রোপচার করেন। সঙ্গে ছিলেন বিভাগীয় প্রধান ডা. বিষ্ণু পিনাক, সিনিয়র রেসিডেন্ট ডা. বিশ্বজিত দেবনাথ প্রমুখ।
শিলচর মেডিক্যালে এই প্রথম নিউরোসার্জারি হলো। একে বিশেষ ঘটনা বলেই মনে করছেন বরাক উপত্যকার মানুষ। কারণ এখানে বিশেষজ্ঞ এনে নিউরোসার্জারি বিভাগ চালুর দাবি ছিল দীর্ঘদিনের। এ মাসেই চুক্তি ভিত্তিতে কাজে যোগ দিয়েছেন সম্বুদ্ধ ধর। এর ফলে আজ এখানেই অস্ত্রোপচার করা গিয়েছে।
শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া বলেন, একটা বড় ঘাটতি মিটল। আশা করা যায়, এই অঞ্চলের রোগীদের আর বাইরে পাঠাতে হবে না। পরিকাঠামোগত উন্নয়নও ঘটানো হচ্ছে। থাউজেন্ড সায়ন্তনের পক্ষ থেকে এই সফল অস্ত্রোপচারের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়৷
প্রথম সফল নিউরোসার্জারির খবর পেয়েই কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি মেডিক্যালে ছুটে যান৷ অধ্যক্ষ সহ নিউরোসার্জারির পুরো টিমকে নিজের হাতে মিষ্টিমুখ করান৷