India & World UpdatesHappeningsBreaking News
তৃণমূলে যোগ দিলেন প্রণব-পুত্র অভিজিত মুখোপাধ্যায়Ex Congress MP Abhijit Mukherjee & son of Pranab Mukherjee joins TMC
ওয়েটুবরাক, ৫ জুলাইঃ সব জল্পনার অবসান। তৃণমূল কংগ্রেসেই যোগ দিলেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিত। আজ সোমবার বিকেলে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকতা সেরে নিয়েছেন তিনি। সে সময় উপস্থিত ছিলেন তৃণমূলের মহাসচিব তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
পরে অভিজিত বলেন, ‘‘এ বারের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন তিনিই বিজেপি-কে রুখতে পারেন।’’ কংগ্রেসের টিকিটে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে দু’বার সাংসদ হয়েছিলেন তিনি। তার আগে ছিলেন নলহাটির বিধায়ক। পুরনো দলের নেতাদের প্রতি ক্ষোভ ঝেড়ে বলেন, ‘‘আমি তো শুধুই প্রাক্তন। কোনও পদ ছিল না আমার।’’ পাশাপাশি শোনান, ‘‘বাবা আমাকে কখনওই কংগ্রেসে যোগ দিতে বলেননি। আমার নিজস্ব সিদ্ধান্তে রাজনীতিতে এসেছিলাম।’’
২০১৯-এর লোকসভা নির্বাচনে পরাজয়ের পর জঙ্গিপুরে অভিজিতের আনাগোনা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। সম্প্রতি ফের সেখানে তাঁর যাতায়াত বেড়েছে। তাই আগামী লোকসভা ভোটে তিনি জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী হতে পারেন বলে অনুমান করা হচ্ছে।
তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদান আরও এক প্রশ্নের অবতারণা করেছে। প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এখন কী করবেন? তিনি বর্তমানে এআইসিসি মুখপাত্র। শর্মিষ্ঠাও কি ভাইয়ের পথ ধরে কংগ্রেস ছাড়তে চলেছেন? এ সব ব্যাপারে অবশ্য তিনি এখনও মুখ খোলেননি। এমনকী অভিজিতের দলবদলের জল্পনাতেও এআইসিসি মুখপাত্র শর্মিষ্ঠা কখনও কোনও মন্তব্য করেননি।