NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

পাঁচগ্রাম ও নগাঁও কাগজকলের নিলামের প্রক্রিয়া, আবেদন আহ্বান
Liquidator issues auction notice of 2 paper mills at Nagaon & Panchgram

১ জুন : আসামের দুটি সম্ভাবনাময় ভারী শিল্প প্রতিষ্ঠান কাছাড় ও নগাঁও কাগজ কলকে শেষমেশ বিক্রি করে দেওয়ার পথেই হাঁটছে সরকার। হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেডের লিকুইডেটর কুলদীপ ভার্মা এই দুটি কাগজ কলের ই-অকশন সেল নোটিশ প্রকাশ করেছেন। এতে এই কাগজ কল দুটির মূল্য ধরা হয়েছে ১১৩৯ কোটি টাকা। প্রকাশিত বিজ্ঞাপনে এই ই-অকশনের দিনক্ষণ রাখা হয়েছে ৩০ জুন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

10 Points regarding Nagaon and Cachar Paper Mills - News Moveএ নিয়ে স্বভাবতই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কাগজ কল বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত মানবেন্দ্র চক্রবর্তী। এ দিন ই-অকশন বিজ্ঞাপন প্রকাশের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, গত ৭ বছর ধরে এই দুটি কাগজ কলকে বাঁচানোর জন্য তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন। সরকার বার বার প্রতিশ্রুতি দেওয়ার পরও আজ পর্যন্ত এর কোনও সুরাহা হয়নি। এ নিয়ে আদালতে লড়াইও চলছে। তিনি জানান, গত ২৬ এপ্রিল কাগজ কল দুটিকে নিলাম করার জন্য এনসিএলটিতে কুলদীপ ভার্মা যে আবেদন করেছিলেন, সেটিকে খারিজ করে এনসিএলএটির আদেশ অনুসারে এনসিএলটি নির্দেশ দিয়েছিল যে, দুটি মিলকে যেকোনও অবস্থায় চালু করতে হবে। কিন্তু এখন হঠাত করেই দেখা যাচ্ছে ভার্মা এই মিল দুটিকে নিলাম করার জন্য ই-অকশন আবেদন চেয়েছেন।

মানবেন্দ্র আরও বলেন, আসাম বিধানসভা নির্বাচনের ঠিক আগে ৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরভোগে ঘোষণা করেছিলেন, ভারতকে আত্মনির্ভর তৈরি করার জন্য এবং আসামে রোজগারের সুযোগ করে দেওয়ার জন্য এই দুটি শিল্পোদ্যোগ পুনরুজ্জীবিত করা হবে। এ বার আসামে নতুন সরকার হয়েছে। ফলে নতুন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ওপর অনেক আশা রয়েছে। তিনি চাইলে কিছু একটা করতে পারবেন। কারণ আগের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের আমলে কাগজ কলের ৮৬ জন কর্মীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন অনাহারে অর্ধাহারে আত্মহত্যা করেছেন। তিনি বলেন, কিন্তু কাগজে নিলামের এই বিজ্ঞাপন বেরোনোর পর দুঃখ আরও বেড়ে গেছে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে নুমলিগড় রিফাইনারিতে আসাম সরকার ২৬ শতাংশ শেয়ার কিনেছে। ফলে সরকার চাইলে এই মিল দুটিকে পুনরুজ্জীবিত করতে পারে। তিনি এও বলেন, এই মিল দুটির জন্য যে অর্থ ধার্য করা হয়েছে, তা আসল দামের তুলনায় অনেক কম। এই দুটি কাগজ কলের দাম ৫ হাজার কোটি টাকা হবে। তিনি এর তদন্তও দাবি করেন। এর পাশাপাশি এই দুটি কাগজ কলকে বাঁচানোর জন্য তিনি বল মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কোর্টে ঠেলে দেন। বলেন, আসামের আর্থ সামাজিক উন্নয়নের জন্য ও এখানকার যুব সমাজের ভবিষ্যতের প্রশ্নে তিনি যথাযথ পদক্ষেপ নেবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker