Barak UpdatesHappeningsBreaking News
ঘুষ নিতে গিয়ে গ্রেফতার শিলচর ট্রেজারির কর্মচারীEmployee of Silchar Treasury caught red-handed while accepting bribe
ওয়েটুবরাক, ১৫ জুন : দশ হাজার উৎকোচ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন শিলচর ট্রেজারির সিনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট মদন সিংহ৷ ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন শাখা অনেকদিন ধরেই শিলচর ট্রেজারির দিকে নজর রাখছিল৷ অভিযোগ পেতেই জাল বিছান তাঁরা৷ অবসরপ্রাপ্ত কর্মচারীর ঋণ সংক্রান্ত ফাইল নাড়াচাড়ায় দশহাজার টাকা উৎকোচ আদায় করছিলেন মদনবাবু৷ তখনই তাকে ধরে ফেলেন ভিজিল্যান্স কর্তারা৷ জিজ্ঞাসাবাদ চলছে৷
শিক্ষক সহ বিভিন্ন দফতরের কর্মচারীদের মধ্যে গুঞ্জন, শিলচরের ট্রেজারিতে নিয়মিত চোখ রাখলে আরও বহু মদনবাবু ধরা পড়বেন৷ অধিকাংশ টেবিলে উৎকোচ ছাড়া ফাইল নড়ে না৷ কম্প্যুটার, অনলাইন কোনও কিছুতেই ট্রেজারির উৎকোচ সংস্কৃতি বন্ধ করা যায়নি৷
Today, a team of @DIR_VAC_ASSAM caught red handed Sh Madan Singha, Senior Account Assistant O/O Treasury officer, Cachar in his office receiving bribe of Rs 10000. The bribe was demanded for processing of commutation loan of the complainant, who is a retired public servant. pic.twitter.com/QjtSCQ1LPH
— GP Singh (@gpsinghips) June 15, 2022