India & World UpdatesHappeningsBreaking News
পূর্ব ত্রিপুরার ভোট পিছিয়ে ২৩ এপ্রিলElection in East Tripura postponed to 23 April
১৬ এপ্রিলঃ পূর্ব ত্রিপুরা আসনের ভোট পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ১৮ এপ্রিলের পরিবর্তে সেখানে ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। পশ্চিম ত্রিপুরা আসনে ১১ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক রিগিঙের অভিযোগ এনেছিল বিরোধী কংগ্রেস ও সিপিএম। ওই প্রেক্ষিতেই পূর্ব ত্রিপুরা আসনের পুলিশ পর্যবেক্ষকের রিপোর্ট জানতে চেয়েছিল কমিশন।
পর্যবেক্ষক শান্তিতে ভোট হওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন। রাজ্য নির্বাচন শাখা শান্তিতে ভোট সারতে অতিরিক্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আর্জি জানায়। রিটার্নিং অফিসারও নিরপেক্ষ ভোট হওয়া নিয়ে সংশয় ব্যক্ত করেন। এর পরেই কমিশন ভোট পিছনোর সিদ্ধান্ত নেয়। তাদের বক্তব্য, ১৮ এপ্রিল অন্যত্র ভোট সেরে গেলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর শক্তি বাড়িয়ে দেওয়া সম্ভব হবে। তাই ভোটগ্রহণ ২৩ এপ্রিল করানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মণ নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে। তিনি বলেন, আমরা যে পশ্চিম ত্রিপুরা আসনের ব্যাপক রিগিঙ নিয়ে অভিযোগ জানিয়েছিলাম, এর সত্যতা প্রমাণিত হল।