NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesHappenings

পাঠ্যক্রমে উত্তরপূর্বকে ঢোকানোর দাবিতে তিন গবেষকের সমীক্ষা, স্বাক্ষর সংগ্রহ

ওয়েটুবরাক, ১৫ জুন : অরুণাচল প্রদেশের বিধায়ক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিনং এরিংকে ইউটিউবার পারস সিং বলে দিলেন, এরা কি ভারতীয়? চেহারা দেখে তো মনে হয় না! পারস গ্রেফতার হয়েছে, পক্ষকাল পরে জামিনও পেয়েছে৷ একে সমাধান বা স্বস্তির বলে মনে করেন না উত্তর-পূর্বের গবেষকরা।

Rananuj

তারা পাকা সমাধান হিসেবে সিবিএসই, আইসিএসই সহ সমস্ত বোর্ডের পাঠক্রমে উত্তর-পূর্বাঞ্চলকে অন্তর্ভুক্ত করার আর্জি জানান। এই দাবি আদায়ে স্বাক্ষর সংগ্রহ অভিযানে নেমেছেন অরুণাচল প্রদেশের প্রবাল সেন, মণিপুরের অম্বিকা নেপ্রাম ও অসমের শিলচরের নবনীতা মিশ্র।

তাঁরা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক, কেরল সহ আট রাজ্যে সমীক্ষা চালান। দেখতে পান, দেশের মানুষ উত্তর-পূর্বাঞ্চল সম্পর্কে একেবারেই অজ্ঞ৷ যা জানেন, তাও খুব ভুল ধারণা। অনেকেই ভাবেন, দেশের এই অংশটা জঙ্গল। এখানে  আসতে পাসপোর্ট-ভিসা লাগে৷

নবনীতা মিশ্র ও অম্বিকা নেপ্রাম বেঙ্গালুরুতে রয়েছেন। প্রবাল সেন এখন গুয়াহাটিতে। তাঁরা দেখেন, প্রতিবেশী রাজ্যগুলি সম্পর্কে উত্তর-পূর্বেও একই ধরনের অজ্ঞতা। তাই তিনজনে মিলে সমীক্ষার সিদ্ধান্ত নেন এবং শেষে স্বাক্ষর সংগ্রহে নামেন। নবনীতাদেবী বললেন, এক হাজার স্বাক্ষর করানোর লক্ষ্য ছিল। এক সপ্তাহেই তা পূরণ হয়ে গিয়েছে। তাই আজ-কালই আমরা তা টুইটারে পোস্ট করব। একে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষাবিদদের ট্যাগ করব৷

ছাত্রাবস্থায় যদি উত্তর-পূর্ব সম্পর্কে সবাইকে একটু কিছু শেখানো যায়, তবে এই অঞ্চলের মানুষদের প্রতি কেউ বিদ্বেষ দেখাবে না, আশাবাদী প্রবাল-অম্বিকা-নবনীতারা।

প্রসঙ্গত, নবনীতাদেবী আসাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন৷ তিনি অবসরপ্রাপ্ত এসিএস অফিসার শ্যামল দেবের কন্যা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker