Barak UpdatesHappeningsBreaking News
কালাইনে শিরা কেটে আত্মহত্যার চেষ্টা চিকিৎসকের
Doctor at Kalain tries to commit suicide by cutting his vein

ওয়েটুবরাক, ১২ সেপ্টেম্বর : নিজের হাতের শিরা কেটে আত্মহতার চেষ্টা করলেন কালাইন হাসপাতালের চিকিৎসক ডাঃ সিদ্ধার্থশঙ্কর দাস।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাতটা নাগাদ ওই চিকিৎসকের কালাইনের ভাড়াঘরে। ডা. দাস শিরা কাটার সময় পুরো ঘটনাটি ভিডিওকল করে একজনকে দেখিয়েছিলেন। তিনিই সঙ্গে সঙ্গে কালাইনের অন্যান্য চিকিৎসকদের খবর দিলে তাঁরা ডাঃ সিদ্ধার্থের ঘরে গিয়ে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন৷ ছুটে যায় পুলিশও৷ তাঁকে প্রথমে কালাইন সিএইচসি-তে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি মেডিক্যালের আইসিইউতে চিকিৎসাধীন৷
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, সিদ্ধার্থশঙ্করের শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।