Barak UpdatesHappeningsBreaking News
দীপায়নের জয় শুধু সময়ের অপেক্ষা !Dipayan’s victory now just a matter of time!
২ মে : শিলচর আসনে কে জিতবেন ? এ নিয়ে গত তিন চার সপ্তাহ ধরে জোর আলোচনা চলছিল। কোনও হিসেব-নিকেশেই ভোটাররা নিশ্চিত হতে পারছিলেন না। দিলীপ কুমার পাল বেশি ভোট পেলে বিজেপিরই ভোট কাটবেন, এমন একটা জল্পনা শহরে ঘুরছিল। দিলীপ বাবু বেশি ভোট পেলে কংগ্রেস প্রার্থী তমাল বণিকই যে জিতবেন, তাও আর হলফ করে বলার প্রয়োজন ছিল না।
রবিবার সকালে যখন গণনা শুরু হলো, তখন প্রথম দুটি রাউন্ডের ভোট গণনায় দেখা যায় কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছেন। কিন্তু রাউন্ড যত এগিয়ে যেতে থাকে, ততই চিত্র বদলাতে থাকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাত্রবেশি ভোট দুরাউন্ডের গণনাই হয়েছে বলে জানানো হয়েছে। তবে অসমর্থিত সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ১৫ রাউন্ডের ভোট গণনা হয়ে গেছে। এতে প্রায় ৪০ হাজারের ব্যবধান তৈরি করে নিয়েছেন দীপায়ন। কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজেও বলেছিলেন, ৪০ হাজারের ব্যবধানে জিতবেন বলে তাঁর আশা। তিনি নিজেও দিলীপ বাবু বেশি ভোট না পাওয়ায় বিষ্ময় প্রকাশ করেন। প্রসঙ্গত, শিলচরে ২৫ রাউন্ডের ভোট গণনা হবে।