Barak UpdatesBreaking News
করিমগঞ্জ গণনা কেন্দ্রে হট্টগোল, বচসায় জড়ালেন কমলাক্ষ-কৃষ্ণেন্দু
১২ ডিসেম্বর : পরস্পরকে লক্ষ্য করে দুই বিধায়কের বাক্যবাণ ও পরে দুজনের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনায় বুধবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে করিমগঞ্জ কলেজে থাকা পঞ্চায়েত ভোটের গণনাকেন্দ্র। তবে পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগেই পুলিশ এসে দুই গোষ্ঠীকে নিরস্ত করে। দুই রাজনৈতিক দলের মধ্যে ঝগড়া থামাতে পুলিশকে মৃদু লাঠিচার্জও করতে হয়েছে। শেষমেশ পুলিশ সুপার গৌরব উপাধ্যায় ছুটে এসে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও বিধায়ক কৃষ্ণেন্দু পালের সমর্থকদের শান্ত করেন।
বুধবার রাত ন’টা নাগাদ এই হট্টগোল পরিস্থিতির সৃষ্টি হয় আছিমগঞ্জ জেলা পরিষদ আসনের গণনা কেন্দ্রে। বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পালের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিধায়ক কমলাক্ষ গণনা কেন্দ্রে ঢুকে বিজেপি কর্মীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। এমনকি তাদের গালিগালাজ সহ ভয়ও দেখান। এর প্রেক্ষিতেই তিনি ছুটে এসে কংগ্রেসি বিধায়ককে গণনা কেন্দ্র থেকে বের হওয়ার কথা বললে তিনি বিরূপ মন্তব্য করতে থাকেন। অভিযোগ অনুযায়ী, কমলাক্ষের সঙ্গে থাকা সমর্থকেরা বিজেপি কর্মীদের ওপর মারধর শুরু করলে পাল্টা তেড়ে যান বিধায়ক কৃষ্ণেন্দু পালের সমর্থকরাও। তখনই পরিস্থিতি বিগড়ে যায়।
কমলাক্ষের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিধায়ক কৃষ্ণেন্দু পাল প্রশাসনকে ব্যবহার করে গণনা কেন্দ্রে অরাজকতা সৃষ্টি করেছেন। কংগ্রেস কর্মীরা তার প্রতিবাদ করেছেন মাত্র। তাছাড়া প্রশাসনকে ডিঙিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু কংগ্রেস কর্মী ও তাঁর ওপর চড়াও হয়েছেন বলেও অভিযোগ আনেন কমলাক্ষ।