Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় কলেজের অধ্যক্ষকে শোকজ
DHE issues show cause notice to Principal of Cachar College

ওয়েটুবরাক, ২৯ সেপ্টেম্বর : কাছাড় কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থশঙ্কর নাথকে শোকজ করল উচ্চ শিক্ষা সঞ্চালক৷ নানা অভিযোগের উল্লেখ করে দশদিনের মধ্যে জানাতে বলা হয়েছে, ওই সব অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না৷

অধ্যক্ষকে অপসারণের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে ধরনায় বসেছেন কাছাড় কলেজের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা৷ অধ্যক্ষ সিদ্ধার্থশঙ্কর নাথের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ তাঁদের৷ রাজ্য সরকার বৃহস্পতিবার এরই মধ্যে সাতটির কথা উল্লেখ করে শোকজ করেছে৷ অভিযোগগুলির মধ্যে রয়েছে, তিনি অমঞ্জুরিকৃত পদে অনেককে নিযুক্তি দিয়ে ইচ্ছামত বেতন দিচ্ছেন, সংস্কৃতের শিক্ষিকা তাঁর নির্দেশ মতো ইতিহাস ও দর্শনের ক্লাশ করাতে আপত্তি করলে বেতন আটকে রেখেছেন, ওই শিক্ষিকাকে শুধুই সংস্কৃত পড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিলেও অধ্যক্ষ তাঁকে তা জানাননি ইত্যাদি৷

আন্দোলনরত শিক্ষকরা বলেন, তাঁর বিরুদ্ধে তাঁদের সবচেয়ে বড় অভিযোগ, তিনি কলেজের মর্যাদাহানি করেছেন৷ নিযুক্তি পরীক্ষায় তাঁর গাফিলতির দরুনই এক শিক্ষককে জেলাশাসকের হাতে শারীরিক ভাবে নিগৃহীত হতে হয়েছিল৷ অধ্যক্ষকে মাঝরাত পর্যন্ত থানায় আটকে রাখা হয়েছিল৷ তিনিই একাংশ ছাত্রকে উসকানি দিয়ে শিক্ষকদের অপমানিত করেছেন৷ তাঁরা আশাবাদী, ড. নাথের আর্থিক অনিয়ম, স্বজনপোষণ সহ সব অভিযোগেরই বিচার হবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker