Barak UpdatesHappeningsSports

কালাইনে ডিএসএ-র গ্রামীণ অ্যাথলেটিক্স

ওয়েটুবরাক, ১৬ ডিসেম্বর : শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ও কাটিগড়া সাব ডিভিশন ক্রীড়া সংস্থার সহযোগিতায় দুই দিনের গ্রামীণ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু হল বুধবার । কালাইন ব্লকের অন্তর্গত মেজেন্টা মাঠে গ্রামীণ ক্রীড়ার উদ্বোধন করলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়। সংস্থার সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং গ্রামীন ক্রীড়া আসরের উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন । কালাইন ব্লকের বিভিন্ন স্কুল থেকে অনূর্ধ্ব ১৪ এবং  অনূর্ধ্ব ১৬ বছরের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে।  ৮০০, ৪০০ ও ১০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, শটপুট, ডিসকাস থ্রো-তে প্রায় তিন শত ছাত্র ছাত্রী অংশ নেয়। প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা খেলোয়াড়দের পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয় । জালালপুর বলেশ্বর এইচ এস স্কুল, দিগরখাল হাই স্কুল, গুমড়া স্কুল, কালাইন এইচ এস স্কুল, শান্তিপুর বেগম আবিদা হাই স্কুল, দুধপুর এম ই স্কুল, কাটিগড়া সিদ্ধেশ্বর এইচ এস স্কুল, সরস্বতী বিদ্যা নিকেতন ( কালাইন ) থেকে খেলোয়াড়রা অংশ নেয়।

কাছাড় জেলার গ্রাম এলাকা থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এবার প্রথম বারের মত সোনাই ও কালাইনে গ্রামীণ ক্রীড়া আসরের আয়োজন করা হয়েছে । এ দিন খেলা পরিচালনা করেন আশুতোষ রায়, বদরউদ্দিন মজুমদার, হোসেন আহমেদ, হিরন্ময় দাস ও সুভাষ দাস। উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান স্থানীয় পরিচালক স্বদেশ সরকার, দিন্টু দাস, জ্যোতির্ময় নাথ প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker