NE UpdatesBarak UpdatesBreaking News
দিল্লি হিংসা : অর্থ সংগ্রহে পথে মানিক সরকারDelhi violence: Manik Sarkar takes to street to collect money
১০ মার্চ : উত্তরপূর্ব দিল্লিতে হিংসার জেরে জখম ও ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়াল ত্রিপুরার সিপিএম। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার সহ কয়েকজন সিপিএম নেতা সোমবার থেকেই ক্ষতিগ্রস্তদের সাহায্যে অর্থ সংগ্রহে নেমেছেন। বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে গিয়ে তাঁরা মানুষের কাছে সাহায্যের আবেদন জানান।
এ ব্যাপারে সিপিএম নেতা মানিক সরকার বলেন, দিল্লি হিংসার জেরে ৫০ জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। একশ’র বেশি দোকান ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি প্রশাসনকে একহাত নিয়ে বলেন, এই হামলার ঘটনার পেছনে যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই গ্রহণ করা হয়নি।
তিনি আরও বলেছেন, ‘ক্ষতিগ্রস্তরা আজ পর্যন্ত প্রশাসনের কাছ থেকে কোনও সাহায্য পাননি। আমরা এজন্য সারা দেশের মানুষের কাছে সাহায্যের আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছি। জনগণ যাতে ধর্ম ও বর্ণের উর্ধ্বে উঠে সাহায্য করেন, আমরা সেই আবেদন জানাচ্ছি।’