NE UpdatesBarak UpdatesBreaking News

10 years of job compulsory in school where 1st appointed: Himanta
নিয়োগ পাওয়া স্কুলে ১০ বছর চাকরি বাধ্যতামূলক, হিমন্তের নয়া ফরমান

Those violating this act will be given 3 years of imprisonment

৩ মার্চ : রাজ্যের শিক্ষাক্ষেত্রে এ বার নতুন একটি আইন আসতে চলেছে। এই আইন অনুযায়ী কোন একজন শিক্ষক চাকরি পাওয়ার পর যে জেলায় শিক্ষকতা শুরু করেছেন, সেখানে অন্ততপক্ষে ১০ বছর পাঠদান করতে হবে। ১০ বছর পর অনলাইনে সরকারি পদ পূরণ করার জন্য জারি করা বিজ্ঞাপন অনুযায়ী নিজের জেলা অথবা পার্শ্ববর্তী জেলায় ওই শিক্ষক আবেদন করতে পারবেন। মঙ্গলবার বিধানসভায় শিক্ষাক্ষেত্রে নতুন এই আইনের বিষয়ে উল্লেখ করলেন শিক্ষামন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

শিক্ষামন্ত্রী এ দিন বিধানসভায় আরও বলেন, পারস্পরিক বোঝাপড়ায় বদলির ক্ষেত্রে এই আইনের অধীনে সরকার কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবে। এই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তিন বছরের সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, যে শিক্ষক বদলির বিষয়টি উত্থাপন করবেন এবং যে শিক্ষক এই বদলির ব্যাপারে নিশ্চয়তা দেবেন, দুটি ক্ষেত্রেই তিন বছরের কারাদণ্ডের ব্যবস্থা থাকবে।

অন্যদিকে এই দু-তিন বছরের মধ্যে যেসব শিক্ষক নিযুক্তিপ্রাপ্ত বিদ্যালয় থেকে বদলি হয়ে অন্য বিদ্যালয়ে গিয়েছিলেন, সেইসব শিক্ষকদের পুনরায় নিজ নিজ স্থানে পাঠানো হবে বলেও শিক্ষামন্ত্রী উল্লেখ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker