Barak UpdatesHappeningsBreaking News
অন্নপূর্ণাঘাটে বিপদসীমা অতিক্রম করল বরাক
ওয়ে টু বরাক, ২৯ মে : দু’দিনের টানা বৃষ্টিতে বরাক ও তার শাখা নদীগুলোর জল ক্রমশ বেড়েই চলেছে। বুধবার সকাল থেকেই শিলচর অন্নপূর্ণাঘাটে নদীর জলস্তর ছিল উর্ধ্বমুখী। বুধবারের মধ্যেই যে এখানে নদী বিপদসীমা অতিক্রম করবে, তা বোঝা যাচ্ছিল। অবশেষে আশঙ্কাকে সত্যি করেই এ দিন বিকেল তিনটায় অন্নপূর্ণাঘাটে বরাকের জল বিপদসীমা অতিক্রম করে। এই সময় এখানে নদীর জলস্তর ১৯.৯২ মিটার। অন্নপূর্ণাঘাটে নদীর বিপদসীমা ১৯.৮৩ মিটার।
এ দিকে, জলসম্পদ বিভাগের সূত্রে জানা গেছে, দুপুর ২টা থেকে ৩টার মধ্যে বরাক নদীর জলস্তর ২৫ সেন্টিমিটার বেড়েছে। দুপুর ২টায় জলস্তর ছিল ১৯.৬৭ মিটার। এর আগে ১টায় ছিল ১৯.৪৫ মিটার। অর্থাৎ ১টা থেকে ২টার মধ্যে জল বেড়েছে ঘণ্টায় ২২ সেমি।
বন্যার লেভেল থেকে দেখা গিয়েছে, মঙ্গলবার রাত ১টায় অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর ছিল মাত্র ১৬.৪০ মিটার। গত ১২ ঘণ্টায় নদীর জল ৩ মিটারের বেশি বেড়েছে। রাত ১টা থেকে ৩টার মধ্যেই জল এক মিটার উপরে উঠে যায়। এতো দ্রুত জলস্তর বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। কারণ দুবছর আগের সেই ভয়াবহ বন্যা এখনও ভুলতে পারেননি শিলচরবাসী।