Barak UpdatesHappeningsBreaking News
তফশিলি জাতি শিক্ষার্থীদের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে ড. আম্বেদকর সেন্টার অফ এক্সিলেন্স
ওয়েটুবরাক, 4 অক্টোবরঃ আসাম বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন হলো ড. আম্বেদকর সেন্টার অফ এক্সিলেন্স। রাজ্যের পরিবহন ও মীন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শনিবার আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন।
এই কেন্দ্রটি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য তফশিলি জাতি শিক্ষার্থীদের প্রস্তুত করবে। বিনা মাশুলে পূর্ণ সময়ের বিশেষ কোচিং প্রদান করা হবে সেখানে। সারা দেশে এই ধরনের একত্রিশটি কেন্দ্র তৈরি করা হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ে প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ভর্তি হয়ে গিয়েছে। প্রশিক্ষক নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন। এক বছরের কোর্সে নভেম্বরের প্রথম সপ্তাহেই ক্লাশ শুরু হবে।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী শুক্লবৈদ্য আশা প্রকাশ করেন, এই কেন্দ্রের শিক্ষা্র্থীরা ইউপিএসসি পরিচালিত পরীক্ষায় কৃতিত্ব অর্জন করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিযুক্ত হবেন। তাঁরা পরবর্তী সময়ে রাষ্ট্রগঠনের ক্ষেত্রে সিদ্ধা্ন্তগ্রহণে অংশ নেবে। তিনি তফশিলি জাতির জন্য এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক অশোক সেন। বক্তব্য রাখেন রেজিস্ট্রার ড. প্রদোষকিরণ নাথ, ড. বিবেক বার্মা ও ড. পুলক ধর।