Barak UpdatesHappeningsBreaking News
আসামে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফুCurfew imposed in Assam from 8 PM to 5 AM
ওয়েটুবরাক, ২৭ এপ্রিলঃ করোনা সংক্রমণ প্রতিনিয়ত বেড়ে চলার প্রেক্ষিতে রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আসামের মুখ্যসচিব জিষ্ণু বরুয়া দুর্যোগ মোকাবিলা আইনে এই বিশেষ নির্দেশ জারি করেন। তাঁর নিষেধাজ্ঞার পরই আসাম পুলিশের মুখপাত্র জিপি সিং রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু মেনে চলার জন্য সকলের উদ্দেশে আহ্বান জানান।
মুখ্যসচিব বরুয়া ওই নির্দেশে জানান, আজ মঙ্গলবার থেকে আপাতত পয়লা মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা রাজ্যের সবকটি জেলায় বলবৎ থাকবে। তবে জরুরি সেবা সংশ্লিষ্ট সবাইকে ছাড় দেওয়া হবে। এর মধ্যে রয়েছেন স্বাস্থ্যসেবা, পুলিশ, কারা, দমকল, জেলা প্রশাসন, পে অ্যান্ড অ্যাকাউন্টস, পানীয় জল, স্যানিটেশন ও বিদ্যুৎসেবার সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ। তবে যাদের ছাড়ের আওতায় রাখা হয়েছে, তাদের পরিচিতি পত্র সঙ্গে রাখতে হবে। বিমান এবং রেলগাড়ি যথারীতি চলাচল করবে। রেল ও বিমানযাত্রীরা টিকিট দেখিয়ে কার্ফুর মধ্যে যেতে পারবেন। একই কথা প্রযোজ্য আইএসবিটি-তে গাড়ি ধরতে যাওয়ার সময়। কার্ফুর মধ্যেও চলবে সরকারি যানবাহন।
পরিচয়পত্র দেখিয়ে ছাড় পাবেন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সহ আদালতের আধিকারিকরা। ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, গর্ভবতী, চিকিৎসার প্রয়োজনে বেরনো রোগীরাও ছাড়ের আওতায়। পণ্যবাহী গাড়ি চলাচলে অবশ্য এ বার নিষেধাজ্ঞা নেই। তাদের পৃথক পারমিশন বা ই-পাসেরও প্রয়োজন নেই বলে মুখ্যসচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
তিনি বলেন, দূতাবাসের কাজে কোথাও কোনও অফিসার বা কর্মীকে যেতে হলে, কার্ফু তাঁকে আটকাবে না। একইভাবে সাংবিধানিক পদে থাকা ব্যক্তিবর্গ কার্ফুর মধ্যেও চলাচল করতে পারেন। ছাড়ের আওতায় রয়েছে মুদ্রণ এবং বৈদ্যুতিন মাধ্যমও। কোভিড টিকা নিতে গেলেও ছাড় পাবেন বলে মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন।