HappeningsBreaking News

আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে সিআরপিসি-র বৈঠক শিলচরে
CRPC Meet at Silchar to finalise blueprint of a movement

১৪ সেপ্টেম্বর : এনআরসি নিয়ে নতুন করে নানা সমস্যা দেখা দেওয়ায় এ বার শিলচরে বৈঠক করছে সিআরপিসি। মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে শনিবার বেলা ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করার জন্য বরাক উপত্যকার বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে সিআরপিসি। জানা গেছে বর্তমান উদ্ভূত বিভিন্ন সমস্যার প্রেক্ষিতে বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্তও সভায় গ্রহণ করা হতে পারে। সিআরপিসির একটি সূত্র বলেছে, এনআরসি সমন্বয়ক প্রতীক হাজেলা সুপ্রিমকোর্টে এসওপি জমা দিয়ে যে পাঁচটি নথি বাতিলের সুপারিশ করেছেন, তাতে চূড়ান্ত খসড়ায় যাদের নাম নেই, তারা প্রপত্র পূরণে সমস্যায় পড়বেন। এ দিনের সভায় এ বিষয়ে আলোচনা হওয়ারও কথা রয়েছে।
September 14: CRPC will held its next meeting at Silchar in the backdrop of fresh problems which have cropped up regarding NRC. The meeting will be held in the auditorium of Madhya Sahar Sanskritik Sangstha on Saturday at 11 AM. Meanwhile, CRPC has invited various parties and groups of Barak Valley to be present during the meeting. It was learnt that keeping in mind the present precarious situation, decision may also be taken for a mass movement. ‘

Rananuj

NRC State Coordinator in an affidavit filed at Supreme Court has suggested excluding 5 documents which were included in the list of 15 in order to prove one’s citizenship. These 5 documents are NRC of 1951, voter lists prior to 1971, citizenship certificate and ration card. As per sources, such type of attempt will create crisis in the state as majority of the people possess this type of documents.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker