Barak UpdatesBreaking News
শিলচরে রক্তের সঙ্কট, আগ্রহী দাতাদের এগিয়ে আসার আহ্বানCrisis of blood in Silchar, voluntary donors appealed to come forward
9 এপ্রিলঃ করোনা ভাইরাস বিশ্বত্রাস হয়ে উঠলেও রেহাই নেই অন্যান্য রোগ থেকেও। প্রতিনিয়ত মানুষ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। প্রয়োজন পড়ছে রক্তের। কিন্তু লকআউটের দরুন প্রতিটি ব্লাড ব্যাঙ্কে রক্তের ভাড়ার শূন্যপ্রায়। মুশকিলে পড়তে হচ্ছে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামকে। রক্তের প্রয়োজনে অনেকে তাদেরই ফোন করেন। ফোরাম অন্য সময় রক্তদান শিবিরের মাধ্যমে ব্লাড ব্যাঙ্কগুলিকে রক্ত সংগ্রহ করে দেয়। এরই সুবাদে অন্যদের পাশে দাঁড়ায়।
লকআউট, সোশ্যাল ডিসটেন্সিং ইত্যাদি নানা সমস্যায় এখন আর রক্তদান শিবির করা যাচ্ছে না। তাই বলে রক্তের তীব্র সঙ্কট দেখে যে চুপ করেও থাকা যায় না। বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরাম বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে রক্তদান প্রক্রিয়া সচল রাখার উদ্যোগ নেয়। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, ব্লাড ব্যাঙ্ক সহ সকলে এ ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কেউ রক্তদানে আগ্রহী হলে পুলিশ পাশ দেবে বলে জানিয়ে দিয়েছে, যাতে রক্ত দিয়ে বাড়ি ফিরতে কারও অসুবিধে না হয়। একইভাবে ব্লাড ব্যাঙ্কগুলিও রক্ত সংগ্রহে সম্মতি প্রদান করেছে।
এর পরই ফোরামের পক্ষ থেকে বিভিন্ন সংস্থা, সংগঠন, ব্যক্তিগত রক্তদাতাদের উদ্দেশে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে৷ এতে অবশ্য সাড়াও মেলে৷ বুধবার লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের তিন কর্মকর্তা সিভিল হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান করেন৷ তাঁরা হলেন ক্লাবের সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত, সম্পাদক অনুপ দত্ত ও কোষাধ্যক্ষ দেবরাজ ধর৷ শুক্রবার দেবেন এসো বলির কর্মকর্তারা৷ রবিবার দেবে চৌধুরী আই হসপিটাল৷ বেশ কয়েকজন ব্যক্তিগতভাবেও রক্তদানের আগ্রহ দেখিয়েছেন৷ কিন্তু চাহিদার তুলনায় তা সামান্যই৷ তাই ফোরামের কাছাড় জেলা সভাপতি ড. মনোজকুমার পাল আগ্রহীদের তাঁদের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেন৷