NE UpdatesHappeningsBreaking News

সোমবার থেকে আগরতলায় ১৪ দিনের কার্ফু
Covid curfew for 14 days in Agartala from Monday

১৬ মে : আগরতলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কার্ফু আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। আগামীকাল অর্থাৎ ১৭ মে সকাল ৫টা থেকে আগরতলা শহর এলাকায় এই কার্ফু শুরু হবে। আগরতলা শহরের মিউনিসিপাল এলাকার সবক’টি ওয়ার্ডেই কার্ফু বলবত থাকবে। গত ১৫ দিনে পশ্চিম ত্রিপুরা জেলায় করোনার গ্রাফ ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া গত দুদিনে আক্রান্ত মোট ১০০১ জনের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলার অধীনে থাকা আগরতলা পুরসভা এলাকাতেই৫০২ জন রয়েছেন। সংক্রমণের এই সংখ্যা ভাবিয়ে তুলেছে রাজ্য সরকারকে।

Rananuj

আগরতলা পুরসভার অধীনে মোট ৪৯টি ওয়ার্ড রয়েছে এবং জনসংখ্যা প্রায় ৬ লক্ষ। এর আগে গত ১২ মে আগরতলা পুরসভার ৫, ২১ ও ৪৬ নম্বর ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছিল। রাজ্যের পরিবার কল্যাণ বিভাগের সঞ্চালক ডাঃ রাধা দেববর্মা জানিয়েছেন, অভয়নগরে জওহরলাল নেহরু বালিকা নিবাসে থাকা ৩৬ জন পড়ুয়ার শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এদের সবার বয়স ৫ থেকে ১৩’র মধ্যে। ডাঃ দেববর্মা জানান, এই শিশুদের সবাই উপসর্গহীন, এজন্য তাদের বাড়িতেই রাখা হয়েছে। তবে প্রয়োজন পড়লে তাদের কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker