Barak UpdatesHappeningsBreaking News
শিলচরের গ্রেসওয়েল হাসপাতালেও কোভিড কেয়ার সেন্টারCovid Care Centre started at Gracewell Hospital
২৩ সেপ্টেম্বরঃ গ্রিন হিলস, ভ্যালি হাসপাতালের পর কোভিড কেয়ার সেন্টার খুলল শিলচরের গ্রেসওয়েল হাসপাতালও। আইসিইউ, এসি, নন-এসি কেবিন এবং জেনারেল মিলিয়ে ১৩ শয্যা নিয়ে যাত্রা শুরু। ডা. জে আর চৌধুরী, ডা. মসরুর আহমেদ, ডা. ইকবাল বাহার রয়েছেন কোভিড আক্রান্তদের চিকিতসায়। নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও তৈরি যাবতীয় কোভিড বিধি মেনে রোগীর সেবা প্রদানের জন্য।
আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর সেন্টার উদ্বোধন করে বৃহস্পতিবার বলেছেন, গ্রেসওয়েলের কোভিড কেয়ার সেন্টার এই অঞ্চলের স্বাস্থ্যসেবায় এক বিশেষ সংযোজন। স্বাস্থ্যসেবা নিয়ে যারা কাজ করেন, লাভালাভটাই তাদের একমাত্র বিবেচ্য হতে পারে না৷ সামাজিক দায়িত্ব নিয়েও তাদের এগিয়ে আসতে হয়। নানা রকমের ঝুঁকি সত্ত্বেও বেসরকারি হাসপাতালগুলি যে কোভিড সেন্টার খুলছে, একে সামাজিক দায়িত্বের পর্যায়েই রাখেন উপাধ্যক্ষ। আমিনুল হকের কথায়, করোনা অতিমারি এখন সমাজের প্রতিটি মানুষের জন্য দুশ্চিন্তার। এই সময়ে সকলেরই সাধ্যমত এগিয়ে আসা উচিত। তবে সর্বাবস্থায় সবাইকে কোভিড সংক্রান্ত সতর্কতা পালন করতে হবে।
হাসপাতাল প্রধান ডা. এসএন দেব সবাইকে আশ্বস্ত করেন, অত্যন্ত কম খরচে কোভিড রোগীর চিকিতসা করবেন তাঁরা। ডিরেক্টর জয়জিত বিশ্বাস জানান, ২৪ ঘণ্টা রোগীর প্রতি বিশেষ নজর রাখতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেস ওয়েল হাসপাতালের পৃষ্ঠপোষক মূলচাঁদ বৈদ, ডা. এসএন দেব, ডা. রেহান মজুমদার, ডা. সৌমিত্র দেব, ডা. ইকবাল বাহার, ডা. জেকে চৌধুরী, ডা. মসরুর আহমেদ ও জয়জিত বিশ্বাস।