Barak UpdatesHappeningsBreaking News
বৃহস্পতিবার শিলচরের ৩টি স্থানে কো-ভ্যাকসিন, ৫ টিতে কোভিশিল্ড ভ্যাকসিনCovaxin in 3 venues & Covishield in 5 venues to be administered on 1 July
ওয়েটুবরাক, ৩০ জুন: আগামীকাল বৃহস্পতিবার শিলচরের ৩টি কেন্দ্রে কোভ্যাকসিন এবং ৫টি কেন্দ্রে কোভিশিল্ড দেওয়া হবে । কোভ্যাক্সিনের তিনটি কেন্দ্র হল নাজিরপট্টি মডেল প্রাইমারি , ট্রাঙ্ক রোডের আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং অম্বিকাপট্টির দুর্গাশংকর পাঠশালা। এই কেন্দ্রগুলিতে ১৮বছরের ঊর্ধ্বের স্লট বুকিং থাকা ১৯০ জনকে এবং অন-স্পট রেজিস্ট্রেশনের ১০জনকে কোভ্যাকসিন দেওয়া হবে। এই তিনটি স্থানের প্রতিটিতে ২০০টি করে মোট ৬০০টি কো-ভ্যাকসিন শিলচর শহরের জন্য বরাদ্দ করা হয়েছে l
একইভাবে বৃহস্পতিবার ১ জুলাই শিলচর শহরের পাঁচটি স্থানে কোভিশিল্ড ভ্যাকসিন ১৮ বছরের উর্ধ্বের নাগরিকদের দেওয়া হবে l
এই কোভিশিল্ড ভ্যাকসিন যে সকল স্থানে দেওয়া হবে সেগুলি হচ্ছে– শহরের রংপুরের বিসি রায় মেমোরিয়াল স্কুলে, ইটখোলার পুলিনবিহারী প্রাথমিক বিদ্যালয়, লিংক রোডের টি টি কলেজ ( মেহেরপুর), ওয়াটার ওয়ার্কস রোডের হাজি কেরামতুল্লাহ পাঠশালা এবং শিলচর অম্বিকাপট্টির দুর্গাশংকর পাঠশালায় l এই ৫টি কেন্দ্রে অন-স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে কোভিশিল্ড দেওয়া হবে।। জনসাধারণকে তাদের বয়সের প্রমাণপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।
- Trunk Road Urban Primary Health Care Centre
- Nazirpatty Model Primary
- Durga Shankar Patshala, Ambicapatty
In these 3 centres, 190 persons who have booked their slots will be provided Covaxin, whereas 10 persons will be given the jab on the basis of on spot registration. A total of 200 doses of Covaxin in each of these three centres will be made available on Thursday.
Again, Covishield vaccine will also be administered to beneficiaries above 18 years at 5 centres in Silchar. These are:
- BC Roy Memorial School, Rongpur
- Pulin Bihari School, Itkhola
- TT College, Link Road
- Haji Koramtollah Patshala, Water Works Road
- Durga Shankar Patshala, Ambicapatty
No pre-registration will be required for taking the Covishield vaccine. They can register on the spot and take the vaccine. However, all were asked to carry age proof document with them.