India & World UpdatesHappeningsBreaking News
করোনা রুখতে এসি কোচে কম্বল, চাদর দেবে না রেলCorona: No more blankets & bed-sheets to passengers by Railways
১৪ মার্চ : করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানো রুখতে ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচগুলিতে বিছানা-কম্বল দেবে না রেল কর্তৃপক্ষ। এই ব্যবস্থা চালু করছে দক্ষিণ-পূর্ব রেল। রেলসূত্রে জানানো হয়েছে, বাতানুকুল কামরাগুলিতে প্রয়োজনে এসি-র তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হবে, যাতে কম্বল বা চাদরের দরকার না পড়ে। খুব প্রয়োজন ছাড়া যাত্রীদের বিছানা অথবা কম্বল দেওয়া হবে না।
মানুষের থেকে করোনার সংক্রমণ ছড়াচ্ছে বেশি। তাই দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বড় জমায়েত খুব বেশি মানুষের সংস্পর্শ এড়িয়ে চলার কথাই বলা হচ্ছে। ট্রেন সফরে বিশেষত বাতানুকুল কামরাগুলিতে যে বিছানা ও কম্বল দেওয়া হয়, তার পরিচ্ছন্নতা নিয়ে আগেও নানা প্রশ্ন উঠেছে। তাছাড়া একাধিক মানুষ ব্যবহার করেন ওই কম্বল। পরিষ্কার করা হলেও জীবাণুর সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই যায়। তাই জরুরি ব্যবস্থা হিসেবে আপাতত এসি কোচে কম্বল ও বিছানা দেওয়া বন্ধ করতে চলেছে রেল।