NE UpdatesAnalytics
এইউডিএফ-এর সঙ্গে মিত্রতা ভঙ্গের প্রস্তাব গৌরব গগৈর
Congress leader Gourav Gogoi hints at snapping ties with AIUDF

২৭ আগস্ট : এআইইউডিএফ এর সঙ্গে তাৎক্ষণিকভাবে মিত্রতা ভঙ্গ করার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন কলিয়াবর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা লোকসভার কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ। শুক্রবার রাজীব ভবনে গিয়ে তিনি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতিকে ইউডিএফ-এর সঙ্গে মিত্রতা ভঙ্গ করার ব্যক্তিগত মতামত জানিয়ে আসেন।
গৌরব গগৈ এ দিন এআইইউডিএফ এর সঙ্গে তাৎক্ষণিকভাবে মিত্রতা ভঙ্গ করে রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রে এককভাবে কংগ্রেসকে শক্তিশালী করে তোলার পক্ষে মতামত ব্যক্ত করেন। তবে এইউডিএফকে নিয়ে কোনও ধরনের সমালোচনা করেননি তিনি। শুধুমাত্র আগামী দিনে নিজের দলকে আরও শক্তিশালী করে তোলার জন্যই প্রদেশ সভাপতিকে মতামত জানিয়েছেন। গৌরব গগৈর এই সিদ্ধান্তের কথা শুক্রবার এক সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য।

উল্লেখ্য কংগ্রেসের বিভিন্ন শীর্ষ নেতা ও তৃণমূল কর্মীরা তাৎক্ষণিকভাবে এইউডিএফ-এর সঙ্গে মিত্রতা ভঙ্গ করার পক্ষে সওয়াল করেছেন। এই পরিস্থিতিতে যে কোনও সময় দুটি বিরোধী দলের মধ্যে মিত্রতা ভঙ্গ হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে।
