NE UpdatesHappeningsBreaking News
৭ জুন থেকে পুরো মেঘালয়ে লকডাউনComplete lockdown in Meghalaya from 7 June
৫ জুন : করোনা পরিস্থিতি লাগাতার বাড়তে থাকায় আগামী সপ্তাহে মেঘালয়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। এই নির্দেশে বলা হয়েছে, ৭ জুন বিকেল ৫টা থেকে ১৪ জুন ভোর ৫টা পর্যন্ত সারা রাজ্যে লকডাউন বহাল থাকবে। এর আগে রাজ্য সরকার শুধুমাত্র ৫টি জেলায় লকডাউন ঘোষণা করেছিল। এই জেলাগুলো হচ্ছে, ইস্ট খাসি হিলস, ওয়েস্ট খাসি হিলস, ইস্ট জয়ন্তিয়া হিলস, ওয়েস্ট জয়ন্তিয়া হিলস এবং রি-ভই।
এই ঘোষণায় রাজ্য সরকার যেকোনও রাজনৈতিক সমাবেশ, সামাজিক ও ধর্মীয় জমায়েতকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এমনকি কোনও সম্মেলন, বৈঠক বা প্রশিক্ষণ বাতিল করা হয়েছে। বাইরে থেকে কোনও পর্যটক রাজ্যে প্রবেশ করতে পারবেন না। সব ধরনের পর্যটনস্থল বন্ধ রাখা হয়েছে। কারোর আন্তর্জেলা চলাচল সীমাবদ্ধ থাকবে। তবে এটি আসাম, ত্রিপুরা, মণিপুর ও মিজোরামের পরিবহনের যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই সময়ের মধ্যে বিবাহের অনুমতি নেই এবং যে কোনও ধরনের খেলাধুলাও আয়োজন করা যাবে না।
অন্যদিকে, হোম ডেলিভারি পরিষেবাগুলি সংশ্লিষ্ট জেলাশাসক বা এসডিও (সিভিল) দ্বারা পূর্ব অনুমতি এবং নিয়ন্ত্রণের সাপেক্ষে অনুমোদিত। ই-বাণিজ্য কার্যক্রম এবং কুরিয়ার পরিষেবাদি সম্পর্কিত জেলাশাসক বা এসডিও (সিভিল) দ্বারা পূর্ব অনুমতি এবং নিয়ন্ত্রণের সাপেক্ষে অনুমোদিত।