Barak UpdatesHappeningsBreaking News

আহতদের দেখে এলেন মুখ্যমন্ত্রী, সীমান্ত থমথমে
CM visits SMCH, interacts with injured policemen; border tensed

ওয়েটুবরাক, ২৭ জুলাই : সাতসকালেই হাফলঙ থেকে হেলিকপ্টারে চড়ে শিলচরে এসে উপস্থিত হন আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা৷ পুলিশ প্যারেড গ্রাউন্ডের অস্থায়ী হেলিপ্যাডে নেমেই সোজা চলে যান শিলচর মেডিক্যাল কলেজে৷ সঙ্গে জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংঘল, ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত৷ বিজেপি বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কৌশিক রায়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর পাশে হেঁটেছেন এআইইউডিএফ বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়াও৷ ছিলেন আইজিপি, ডিআইজি, ডিসিও৷ মুখ্যমন্ত্রী পুলিশ সুপার বৈভব নিম্বলকর সহ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন সকলের চিকিৎসার খোঁজখবর নেন৷ পরে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেন৷ তাদের চিকিৎসায় বিন্দুমাত্র ত্রুটি যেন না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেন৷

মুখ্যমন্ত্রী সীমান্ত বিবাদের ঘটনায় শহিদ হওয়া পুলিশ কর্মী ও জওয়ানদের পরিবারের সদস্যদের সঙ্গেও মিলিত হন। হঠাৎ করে তাদের পরিবারে এই মারাত্মক সংকট নেমে আসায় মৃত পুলিশের পরিবারের লোকজন মুখ্যমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়েন। মুখ্যমন্ত্রী তাদের সান্ত্বনা দিয়ে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

পরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে মুখ্যমন্ত্রী নিহত পুলিশ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন৷

Injured policemen

এ দিকে সোমবারের গুলিকাণ্ডের পর লায়লাপুর সীমান্ত অঞ্চলে থমথমে পরিবেশ৷ ৫ জনের মৃত্যু ও ৭০ জন জখম হওয়ায় ক্ষোভে ফুঁসছে প্রহরারত আসাম পুলিশের জওয়ানরা৷ ক্ষুব্ধ সীমান্তবর্তী গ্রামগুলির বিভিন্ন বয়সের মানুষ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker