NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
প্রয়াত পুলিশ জওয়ানদের মরদেহে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর
CM offers tribute to the policemen who died on the line of duty

২৭ জুলাই ঃ আসাম-মিজোরাম সীমান্তের লায়লাপুরে মিজো দুষ্কৃতীদের গুলিতে নিহত কাছাড় জেলার ৫ পুলিশ কর্মী ও জওয়ানকে মঙ্গলবার শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এ দিন দুপুরে কাছাড়ের পুলিশ সুপারের কার্যালয়ে গান স্যালুটে প্রয়াত জওয়ানদের অভিবাদন জানানোর পর তাদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। শহিদ পুলিশ কর্মী ও জওয়ানদের এই শেষ শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহল, রাজ্যের মন্ত্রী পীযূষ হাজরিকা, রাজ্য পুলিশের বিশেষ সঞ্চালক জিপি সিং, রাজ্যের পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্ত, দক্ষিণ অসমের ডিআইজি দেবজ্যোতি মুখার্জি, জেলাশাসক কীর্তি জল্লি প্রমুখ। এঁরা প্রত্যেকেই প্রয়াত জওয়ানদের মরদেহে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা জানান স্থানীয় তিন বিধায়ক কৌশিক রায়, দীপায়ন চক্রবর্তী ও করিম উদ্দিন বড়ভূইয়াও।