NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ব্যক্তিগত রক্ষী প্রত্যাহার করে নিলেন বিজেপির করিমগঞ্জ জেলা সভাপতিCM Assam thanks BJP dist president of Karimganj for giving up his PSO
ওয়েটুবরাক, ২৬ ডিসেম্বর : ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাহার করে নিলেন বিজেপির করিমগঞ্জ জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য৷
শনিবার সকালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দলীয় নেতাদের ব্যক্তিগত দেহরক্ষী প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন৷ এর কিছুক্ষণের মধ্যেই সুব্রত করিমগঞ্জের পুলিশ সুপারকে চিঠি লিখে তাঁর ব্যক্তিগত দেহরক্ষী তুলে নিতে অনুরোধ করেন৷ পরে সুব্রত তাঁর ব্যক্তিগত দেহরক্ষীকে দলীয় কার্যালয়ে ডেকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে বিদায় জানান৷
রবিবার মুখ্যমন্ত্রী সুব্রতর সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান৷ নিজের টুইটারে তিনি লিখেছেন, “বিজেপি নেতারা কোনও অন্যায় করে না৷ তাই তাদের ব্যক্তিগত দেহরক্ষীর প্রয়োজন নেই৷ এটা কংগ্রেসি কালচার৷”
I am in deep gratitude, & grateful to Sri Subrata Bhattacharjee, President BJP Karimganj for having given up his PSO on my request. Every karykarta in @BJP4India is committed to principles of humility & connectedness with people pusuing ideals taught by Hon PM Sri @narendramodi. pic.twitter.com/KNwIheA4Bk
— Himanta Biswa Sarma (@himantabiswa) December 26, 2021
হিমন্তের টুইটে স্পষ্ট, তাঁর আহ্বানে রক্ষী ছেড়ে দেওয়ার ঘটনায় সুব্রত ভট্টাচার্যই প্রথম৷