NE UpdatesBarak UpdatesBreaking News
সেপটিক ট্যাঙ্কে আটকে ৩ শ্রমিকের মৃত্যু
3 workers dies while cleaning septic tank

২৪ সেপ্টেম্বর: সেপটিক ট্যাঙ্কে আটকে মারা গেলেন তিন শ্রমিক। বরপেটা রোডের এ ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতেরা হলেন রফিকুল ইসলাম, আসারুদ্দিন ও আকমত আলি। সুকমল কর্মকার নামে এক ব্যক্তির বহুতল বাড়ির নির্মাণকাজ চলছে।
আসারুদ্দিন মঙ্গলবার সেপটিক ট্যাঙ্কের নীচে থাকা বাঁশ খোলার জন্য নীচে নেমেছিলেন। অনেক সময় ধরে না ফেরায় আরও দুই জন ট্যাঙ্কের ভেতরে ঢোকেন। অক্সিজেনের অভাবে তারাও উঠে আসতে পারেননি। তিনজনেরই মৃত্যু হয়। এনডিআরএফ পরে দেহগুলি উদ্ধার করে আনে।