Barak UpdatesBreaking News
পুরস্কৃত চন্দ্রিমা, উচ্চ মাধ্যমিকের কৃতীদেরও সংবর্ধনা ইয়াসিরChandrima Dutta along with position holders in HS honoured by YASE
৯ জুন : এ বছর ছবি গুপ্তা স্মৃতি পুরস্কার পেলেন শিলচরের বিশিষ্ট কবি সাহিত্যিক চন্দ্রিমা দত্ত। রবিবার সকালে শিলচরের জেলা পরিষদ কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন কাছাড়ের জেলাশাসক লয়া মাদ্দুরি।
গত বছর থেকেই এই পুরস্কারটি চালু করে শহরের ইয়ুথ এগেইনস্ট সোশ্যাল এভিল (ইয়াসি)। প্রথম বছর পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল কবি মহুয়া চৌধুরীকে। কবি, সাহিত্যিক, লেখকদের মধ্যেই এই পুরস্কার সীমিত থাকবে, এমনটাই সিদ্ধান্ত আয়োজকদের।
জেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত একই অনুষ্ঠানে রবিবার উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় থাকা তিন কৃতী পরীক্ষার্থীকেও সংবর্ধনা জানানো হয়। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় বরাক উপত্যকার চারজন পড়ুয়া স্থান করে নিলেও বর্তমানে হর্ষ গুলচা এখানে নেই। তিনি পাকাপাকিভাবে রাজস্থান চলে যাওয়ায় ইয়াসি বাকি তিনজনকে সংবর্ধনা জানায়।
এই তিনজন হলেন, অসীম সরকার, ডেইজি পাঠক ও বৃন্দা রায়। তাদের হাতেও পুরস্কার তুলে দিয়েছেন জেলাশাসক। এ দিন ইয়াসির পক্ষে সভাপতি সঞ্জীব রাই বলেন, প্রতিবারই তাদের সংস্থা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় যারা স্থান করে নেয়, তাদের সংবর্ধনা দেয়। এ বারও এই প্রক্রিয়া তাঁরা জারি রেখেছেন। তিনি বলেন, আগামী দিনে এই মেধাবী পড়ুয়ারা যাতে আরও এগিয়ে যায়, তার জন্য ইয়াসি এই প্রয়াস নিয়েছে। তিনি সংগঠনের এই উদ্যোগে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
এ দিন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী মৃণ্ময়ানন্দজি মহারাজ, সীমান্ত ভট্টাচার্য, সৌরিন্দ্র কুমার ভট্টাচার্য, শাখী ভট্টাচার্য প্রমুখ।