SportsBreaking News

রবিবার থেকে চন্দ্রনাথপুর এমই স্কুল সেন্টিনারি কাপ ফুটবল টুর্নামেন্ট
Chandranathpur M.E. School Centenary Cup Football Tournament begins on Sunday

২১ জুলাই: বছর কয়েক থেকে বিক্রমপুর চা-বাগান অঞ্চলের পড়ুয়াদের শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া, স্বনির্ভরতা বিকাশে অগ্রণী ভূমিকা পালনের কাজ করে আসছে চন্দ্রনাথপুর এমই স্কুল। বিভিন্ন সময়ে অভিজ্ঞ ব্যক্তিদের ডেকে এনে বিভিন্ন কর্মশালা আয়োজন করে নজির সৃষ্টি করেছে চন্দ্রনাথপুর এমই স্কুল। চা বাগান অঞ্চলের প্রতিভা নিংড়ে বের করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধান শিক্ষক মৌসম দত্ত।

ওই স্কুলের প্রাথমিক স্তরের শতবর্ষ পূর্ণ হল। সে জন্য হাতে নেওয়া হয়েছে বিভিন্ন কার্যসূচী। ইতিমধ্যে বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ আয়োজিত হয়েছিল। এবার শুরু হচ্ছে পুরুষদের “সেন্টিনারি কাপ” নকআউট ফুটবল টুর্নামেন্ট। স্কুলের প্রাথমিক স্তরের শতবর্ষ পূর্তি উপলক্ষে এ আয়োজন। রবিবার থেকে বিক্রমপুর চা বাগান মাঠে শুরু হবে টুর্নামেন্ট। ২৮ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। টুর্নামেন্টে প্রবেশ ফি ১০০০ হাজার টাকা।

আয়োজকরা জানান টুর্নামেন্টের বিজয়ী দল পাবে ট্রফি সহ প্রাইজমানি ৫০০০ টাকা। রানার্স দল পাবে ট্রফি সহ প্রাইজমানি ৩০০০ টাকা। এছাড়া টুর্নামেন্ট সেরা, ম্যাচ সেরা, সহ বিভিন্ন পুরস্কার রয়েছে। আয়োজক স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে গত মঙ্গলবার বিক্রমপুর বাগান মাঠে আয়োজিত মহিলা হয়েছিল এক ফুটবল প্রদর্শনী ম্যাচ। এদিন আয়োজক স্কুলের প্রধান শিক্ষক মৌসম দত্ত ঘোষণা দিয়েছিলেন পুরুষ ফুটবল প্রতিযোগিতার। এছাড়া তিনি জানিয়েছিলেন স্কুলে মহিলা ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker