Barak UpdatesHappeningsBreaking News
তিন মাসের মধ্যে মেডিক্যালে কাজে আসবে ক্যাথ ল্যাব
Cath lab to get operational within 3 months at SMCH

ওয়েটুবরাক, ২ সেপ্টেম্বরঃ আগামী তিনমাসের মধ্যে শিলচর মেডিক্যাল কলেজে নির্মীয়মান ক্যাথ ল্যাব রোগীর কাজে আসবে। সে জন্য ৫ কোটি ৩৯ লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। কাজও বণ্টিত হয়ে গিয়েছে। ফিলিপ কোম্পানি এই কাজের বরাত পেয়েছে। নির্মাণ কাজ শেষ হলে হল্যান্ড থেকে চিকিৎসা সামগ্রী সমেত মেশিন আসবে। এরাই এখানকার সংশ্লিষ্টদের মেশিনের বিভিন্ন ব্যাপারে ট্রেনিং দেবেন৷ অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া জানান, ক্যাথ ল্যাব এই অঞ্চলের চিকিৎসায় খুব জরুরি৷