Barak UpdatesBreaking News

বিপজ্জনক সদরঘাট সেতু, একসঙ্গে ৫টি পণ্যবাহী লরি চলাচলে নিষেধাজ্ঞা
Sadarghat bridge in risky condition, more than 5 lorries not allowed at a time

২৩ সেপ্টেম্বর : ফের বিপজ্জনক হয়ে উঠেছে শিলচর সদরঘাট সেতুটি। বেশি মাল নিয়ে যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ তো বটেই, একসঙ্গে সদরঘাট সেতুতে ৫টি-র বেশি গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতিমধ্যেই শিলচর সদরঘাট সেতুটি পরীক্ষা করে দেখেছে শিলচর ন্যাশনাল হাইওয়ে সাব ডিভিশনের পূর্ত বিভাগ।

এনএইচ পূর্ত বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, সদরঘাট সেতু দিয়ে যে কোন যানবাহনে ১৫ টনের বেশি মাল নিয়ে যাওয়া আসা করা অত্যন্ত বিপজ্জনক। ফলে সাবধানতা অবলম্বন করার জন্য সদরঘাট সেতু দিয়ে বর্তমানে একসঙ্গে ৫টির বেশি যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। পাশাপাশি মালবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে ১৫ টন পর্যন্ত সীমা বেঁধে দেওয়া হয়েছে। পাশাপাশি কাছারির পুলিশ সুপারকেও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত কিছুদিনে সদরঘাট সেতুটি মারাত্মক আকার ধারণ করেছে। বলতে গেলে জোড়াতালি দিয়েই চলছে সেতুটি। প্রায় সময়ই সেতুর কিছু কিছু অংশ ভেঙ্গে যাওয়ায় বিভাগের পক্ষ থেকে তা সাময়িকভাবে সারানো হয়।
এদিকে দিনের বেলা এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল না করলেও রাতে নো এন্ট্রি তুলে নেওয়ার পর মালবাহী গাড়ির লম্বা লাইন লেগে যায়। বিশেষ করে বড় বড় পণ্যবাহী লরিগুলো একই সঙ্গে প্রচুর সংখ্যায় উঠেপড়ে সেতুতে। ফলে দুর্বল সেতুটি যেকোনও মুহূর্তে ভেঙে পডার আশঙ্কা থেকেই যাচ্ছে।

বিভাগের পক্ষ থেকে অথবা জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ মাঝে মধ্যে ব্যবস্থা নিলেও সেতুর ওপর গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা বহাল রাখতে স্থায়ীভাবে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker