Barak UpdatesHappeningsBreaking News
রবীন্দ্র জয়ন্তী, ভাষাশহিদ দিবসে পরীক্ষা : ক্ষুব্ধ তৃণমূল, শিক্ষামন্ত্রীকে সুস্মিতার চিঠি
ওয়েটুবরাক, ১৪ এপ্রিল : রবীন্দ্রজয়ন্তী ও ভাষাশহিদ দিবসে আসাম উচ্চ শিক্ষা পরিষদের পরীক্ষার তারিখ রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস৷ ওই দুই দিন পরীক্ষা বাতিলের দাবি জানালেন দলের সাংসদ সুস্মিতা দেব সহ কাছাড় জেলা নেতৃবৃন্দ। গত বুধবার তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধিদল শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়ের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে লেখা সাংসদ সুস্মিতা দেবের চিঠি তাঁর হাতে তুলে দেন।
চিঠিতে শিক্ষামন্ত্রী রণোজ পেগুকে সুস্মিতা দেব বলেছেন, বরাকবাসীর আবেগ ও বাংলাভাষার শহিদদের মর্যাদার প্রতি সম্মান জানিয়ে ৯ মে রবীন্দ্রজয়ন্তী ও ১৯ মে ভাষাশহিদ দিবসের পরীক্ষা কার্যসূচি বাতিল করা হোক এবং ভবিষ্যতে যাতে এই ভুলের পুনরাবৃত্তি না হয়।
অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে আলোচনাকালে জেলা তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতি বছরই সরকার ইচ্ছাকৃতভাবে এ ধরণের অগণতান্ত্রিক নির্দেশ জারি করে বরাকের জনগণের সাথে বিমাতৃসুলভ আচরণ করে। তাঁরা আশ্চর্য প্রকাশ করেন যে, বোর্ড ঘোষিত অ্যাকাডেমিক ক্যালেন্ডারে ১৯ মে শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপনের কথা ঘোষণার পর নিজেরাই তা ভঙ্গ করে পরীক্ষা কার্যসূচি ঘোষণা করল। তৃণমূল কংগ্রেস জানায়, “সরকারের এই স্বৈরাচারী আচরণ ও বরাকবাসীর ভাষাশহিদদের ভাবাবেগকে অসম্মান করা মেনে নেব না। প্রয়োজনে সমস্ত সংগঠনকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলনের পথে পা বাড়াব৷”
অতিরিক্ত জেলাশাসক রাজীব রায়ের সঙ্গে আলোচনাকালে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জ্যোতিরিন্দ্র দে, রাজেশ দেব, মোহনলাল দাস, কুশল দত্ত, অর্ক সাহা প্রমুখ।