India & World UpdatesHappeningsBreaking News
অরেঞ্জ জোনে বাস চলবে নাBuses not to ply in orange zone
২ মে: করোনা পর্বে অরেঞ্জ জোনে চলাফেরা নিয়ে আমজনতার বিভ্রান্তি দূর করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শনিবার মন্ত্রক জানায়, অরেঞ্জ জোনে দেশজুড়ে যে সব কাজকর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা এই লিঙ্কে ক্লিক করে জানা যাবে। https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1620236। তাছাড়া, বিশেষ সংযোজন হিসেবে এক জেলা থেকে অন্য জেলায় বাস চলাচল বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা থাকবে জেলার মধ্যে বাস চলাচলেও। তবে, ড্রাইভার সহ ২ জন যাত্রী নিয়ে ট্যাক্সি ও ক্যাব চলাচল করতে পারবে। অনুমতির ভিত্তিতে এক জেলা থেকে অন্য জেলায়ও মানুষ যাতায়াত করতে পারবেন। গাড়িও চলাচল করতে পারবে। কিন্তু চার চাকার গাড়িতে ড্রাইভার সহ কেবল ২ জন যাত্রী থাকতে পারবেন। তবে পরিস্থিতি বিবেচনা করে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কাজকর্মের গতিতে লাগাম টানতে পারে।
প্রসঙ্গত, লকডাউন যে করোনা সংক্রমণ প্রতিরোধে উল্লেখযোগ্য সাড়া দিয়েছে, তা উঠে এসেছে সরকারি পর্যালোচনা সভায়। এরপরই ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে ৪ মে থেকে আরও ২ সপ্তাহ লকডাউনের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র।