India & World UpdatesBreaking News

আদর্শে অনড় বলেই বিজেপির ঐতিহাসিক জয়, বললেন মোদি
BJP’s huge victory is due to its ethical policies, says Modi

২৪ মেঃ পরিস্থিতি যাই হোক না কেন, আদর্শ ও মতবাদে অনড় বিজেপি। আর এই বিশেষ গুণের জন্যই  দেশবাসী আপন করে নিয়েছেন দলকে। বিশ্বের দরবারে সবচেয়ে বড় গণতন্ত্রের জয় হয়েছে।  বিজেপির ঐতিহাসিক জয়ের পর এ কথাই শোনালেন নরেন্দ্র দামোদরদাস মোদি।

Rananuj

দিল্লির দলীয় কার্যালয়ের সামনে কর্মী-সমর্থক সহ শুভানুধ্যায়ীদের মোদি বলেন, দেশের স্বার্থের কথা যখনই আসবে, তখন বিরোধীদের সঙ্গে নিয়ে চলতে হবে। একসঙ্গে সবাই মিলে উন্নয়নের হাল ধরতে  হবে। তিনি পৃষ্ঠাপ্রমুখ থেকে শুরু করে দলের সর্বস্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। দলের প্রার্থী ছাড়াও নির্বাচনে জয়ী বিরোধী প্রার্থীদেরও আন্তরিক অভিনন্দন জানান।

এদিকে, শুক্রবার মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর জোশির সঙ্গে দেখা করেন। আশীর্বাদ নেন তাঁদের। মোদির কথায়, আডবাণীদের অনবদ্য  পরিশ্রম ও অবদানের জন্যই আজকের দিনে বিজেপির এমন সাফল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker