Barak UpdatesBreaking News

কবি সেনারূপ সিংহকে স্মরণ করল বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজ
Bishnupriya Manipuri society pays homage to Poet Senarup Singha

৩ ফেব্রুয়ারিঃ কবি সেনারূপ সিংহকে স্মরণ করল বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজ। শিলচর চাঁদমারি রোডের শ্রীশ্রী সাধুঠাকুর আশ্রমে এ উপলক্ষে এক স্মৃতিচারণ অনুষ্ঠান আয়োজিত হয় রবিবার। যৌথ  ব্যবস্থাপনায় ছিল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্য পরিষদের কেন্দ্রীয় কমিটি ও কবি সেনারূপ সিংহ স্মৃতিরক্ষা কমিটি। পৌরোহিত্য করেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার কেন্দ্রীয় সভাপতি অনিল সিংহ।

স্বাগত বক্তব্য রাখেন স্মৃতিরক্ষা কমিটির অন্যতম কর্মকর্তা জিতেন্দ্র সিংহ। আমন্ত্রিত মুখ্য বক্তা ছিলেন বিশিষ্ট চারুকলা শিল্পী, মহাসভার অন্যতম কর্মকর্তা স্বপন সিংহ। তিনি বলেন, সংগ্রামী কবি ছিলেন সেনারূপ সিংহ। প্রতিবাদের সুর ছিল তাঁর কবিতায়। সেনারূপ সিংহের রচনা সর্বকালের প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন স্বপনবাবু।

অনুষ্ঠানের সঞ্চালক মৃত্যুঞ্জয় সিংহের কথায়, বিষ্ণুপ্রিয়া সমাজের উন্নয়নে প্রচুর অবদান রয়েছে সেনারূপ সিংহের। ডা: বিষ্ণুপ্রসাদ সিংহ সহ অন্যরা সেনারূপ সিংহের জীবন নিয়ে আলোকপাত করেন। বিশিষ্টজনের মধ্যে মহাসভার অন্যতম উপদেষ্টা যোগেন্দ্র সিনহা, চন্দ্রকান্ত সিনহা ছাড়াও বিষ্ণুপ্রিয়া সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

কবি সেনারূপ সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে অনুষ্ঠান শুরু হয় । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন চন্দ্রমোহন রাজকুমার। আবৃত্তি করেন প্রয়াত কবির মেয়ে পূরবী সিংহ। কর্মসূচির দ্বিতীয় ভাগে শিল্পীরা নাচে-গানে শ্রদ্ধা জানান সেনারূপ সিংহকে।

English text here

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker