Barak UpdatesBreaking News

মহর্ষি বিদ্যামন্দিরে মহেশ যোগীর জন্মদিন পালন
Birth anniversary of Mahesh Yogi celebrated at Maharshi Vidya Mandir

১২ জানুয়ারি : মহর্ষি মহেশ যোগীর ১০২ তম জন্মদিন উদযাপন সহ শিলচর মহর্ষি বিদ্যমন্দিরের দুদিনের বার্ষিক অনুষ্ঠান শুরু হল আজ। স্থানীয় রাজীব ভবনে ছিল এদিনের আয়োজন। বিদ্যমন্দিরের অধ্যক্ষা শমিতা দত্ত প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন বার্ষিক উৎসবের। গুরুপূজা দিয়ে সূচনা হয় মূল পর্বের। পরম্পরা মেনে পূজার্চনা করেন শিক্ষিকারা।বিদ্যমন্দিরের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষিকা শতাক্ষী ভট্টাচার্য মহর্ষি মহেশ যোগীর অনন্য ভাবনা ও জীবনে গুরুর আশীর্বাদের তাৎপর্য তুলে ধরেন।

Rananuj
পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অধ্যক্ষা শমিতা দত্ত

শমিতা দত্ত মহেশ যোগীর আদর্শ-বাণী ও সমাজে তার ইতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন। বলেন, বিকশিত মানব সমাজ চেয়েছিলেন মহেশ যোগীজি। আর এই বার্তা মহর্ষি বিদ্যমন্দিরের মধ্য দিয়ে সমগ্র পৃথিবীতে আজকের দিনে ছড়িয়ে পড়েছে। শীলচর বিদ্যমন্দিরও সেই আদর্শকে সঙ্গী করে চলছে। তাই, শুধু পাঠ্যবই নয়, এর বাইরেও পড়ুয়াদের বহুমুখী প্রতিভাকে তুলে ধরার সুযোগ করে দিচ্ছে এই প্রতিষ্ঠান।
অধ্যক্ষা এদিন ২০১৭-১৮  শিক্ষাবর্ষে বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য নির্বাচিত পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন। নাচে-গানে সাংস্কৃতিক ভাগটিও ছিল নজরকাড়া। পুরো অনুষ্ঠানে মুখ্য সঞ্চালক ছিলেন শতক্ষী ভট্টাচার্য। তাছাড়া, পড়ুয়াদের মধ্যে অভিষেক দাস ও বহ্নিশিখা রায় সহ শিক্ষিকা গীতা সানা রাজকুমারী এতে সহযোগিতা করেন। প্রসঙ্গত, ১২ জানুয়ারি মহেশ যোগীর জন্মদিনে অনুষ্ঠান রয়েছে শিলচর মহর্ষি বিদ্যমন্দির স্কুলেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker