HappeningsBreaking News
বিপ্লব-নীতি মামলা ধোঁয়াশায়, মুখ খুলছেন না কেউBiplab-Niti incident shrouded in mystery, all lips closed
২৬ এপ্রিল: ফের জাতীয় সংবাদের কেন্দ্রে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। নানা নির্বাচনী খবরকে পাশে রেখে দেশ জুড়ে মানুষ জানতে চাইছেন, বিপ্লববাবুর খবরটি কি ঠিক? অভিযোগ, গার্হস্থ্যমামলায় জড়িয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর স্ত্রী নীতি দেব তিসহাজারি ফ্যামিলি কোর্টে প্রিন্সিপাল জাজের আদালতে গত বছরের ১৭ ডিসেম্বর এক মামলা দায়ের করেন।
পক্ষকাল পর গত ৪ জানুয়ারি মামলাটি আদালতে বিচারের জন্য গৃহীত হয়। আগামী ১জুন শুনানির দিন ধার্য হয়েছে। ১৯৫৬ সালের হিন্দু বিবাহ আইনের ১৩ নং ধারায় মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে। এই মামলার কথা ফাঁস হতেই রাজ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, এ মাসে নীতিদেবী মুখ্যমন্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে আর্জি জানিয়েছেন।
বিভিন্ন জাতীয় পর্যায়ের সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লেও সত্যতা জানা যায়নি। নীতিদেবীকে টেলিফোনে ধরা যায়নি। অন্যদিকে, মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই সময়ে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে রয়েছেন। তিনি বিষয়টি শুনেই বিরক্তির সঙ্গে বলেন, এমন কথায় তিনি কোনও মন্তব্য করতে চান না।
এ দিকে, বিজেপির পক্ষ থেকে দলীয়ভাবে কোনও মন্তব্য না করলেও নেতা-কর্মীরা ব্যাপকভাবে একটি ফেসবুক পোস্ট ছড়িয়ে দিয়েছেন। তাতে দেখা যায়, নীতিদেবী নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, মামলার কথা ভুয়ো। তাঁদের সম্মানহানির লক্ষ্যে এই গুজব ছড়ানো হচ্ছে।
আগরতলায় মুখ্যমন্ত্রী ও তার পরিবারের নামে গুজব ছড়ানোর অভিযোগে অনুপম পাল নামে এক ফেসবুক ইউজারের বিরুদ্ধে এফআইআর হয়েছে।
তবে বিপ্লব দেবের গার্হস্থ্য অশান্তি ও এর জেরে মামলার খবরকে ভুয়ো বলে মানতে নারাজ হাইলাকান্দির এআইইউডিএফ বিধায়ক আনোয়ার হোসেন। তবে বিভিন্ন সংবাদ মাধ্যম মামলার খবর প্রকাশ করতে গিয়ে আইনজীবী অশ্বিনী ঝা-কে নীতিদেবীর কৌশুলী হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু অশ্বিনী ঝা ওয়েটুবরাককে খোলামেলা বলেছেন, যে মামলার নম্বর উল্লেখ করা হয়েছে, সেটি তারই এক মক্কেলের। কিন্তু বিপ্লব কুমার দেব বা নীতি দেবী তার মক্কেল নন।