Barak UpdatesBreaking News
বইমেলার উদ্বোধন, বক্তৃতায় মন জয় করলেন হৃষীকেশBarak Book Fair inaugurated, Hrishikesh win hearts by his speech
১৫ নভেম্বর: পুরো বক্তৃতাটা বাংলায়৷ কখনও অসমিয়ার দুয়েক শব্দ মিশেছে তাতে৷ ছিল ইংরেজি, হিন্দিও৷ বক্তৃতার ফাঁকে ফাঁকে কোনও সময় তিনি গাইছেন, কোনও সময় আবৃত্তি করছেন৷ তিনি হৃষীকেশ গোস্বামী৷ অসমের মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা৷ শিলচর বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর বক্তৃতার পর পরবর্তী তিন বক্তাই সভাপতি তৈমুর রাজা চৌধুরীকে জানিয়ে দেন, এর পর আর তাদের বক্তৃতা করা সাজে না৷
উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর আরেক ধাপ এগিয়ে বলেন, রসগোল্লার পর কেউ কি তেতো গিলতৈ চায়! তাই তিনি কথা না বাড়িয়ে শুধু পাশে থাকার অঙ্গীকার করেন৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থও কথা বাড়াননি৷ সংক্ষেপে নিজের মনোভাব প্রকাশ করেন৷ সাংসদ সুস্মিতা দেবও হৃষীকেশবাবুর বক্তৃতায় আপ্লুত হয়ে পড়েন৷ তিনি শিলচরবাসীর পক্ষে দাবি করেন, বইমেলার জন্য যেন সরকারি তরফে একটা আর্থিক সহায়তা প্রদান করা হয়৷
শুক্রবার বিকেলে এ বারের বরাক বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক শ্যামলকুমার ভট্টাচার্য৷ এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মলনের কাছাড় জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী৷ কেন্দ্রীয় সভাপতি নীতীশ ভট্টাচার্য এবং উদ্বোধক শ্যামল ভট্টাচার্যও৷