NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
উত্তর-পূর্বে আটকে পড়া রাজ্যবাসীর জন্য গেট খুলে দিল আসাম সরকারAssam govt opens gate for people stranded in other Northeast states
২ মে: আটকে পড়া আসামবাসীর জন্য উত্তরপূর্ব সীমান্ত মুক্ত করে দেওয়া হয়েছে৷ সিকিম বাদে উত্তরপূর্বের কোনও রাজ্য থেকে আসামের বাড়িতে ফিরে আসার জন্য কোনও পাস লাগবে না৷ ঘোষণার মুহূর্ত থেকে তা কার্যকর বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ তিনি বলেন, ইটানগর, আগরতলা, ডিমাপুর সহ উত্তর-পূর্বের বিভিন্ন জায়গায় বাস যাবে৷ কিন্তু এর আগে কেউ যদি নিজে ব্যবস্থা করে চলে আসতে পারেন, তাদের সীমান্তে কোনও সমস্যা হবে না৷ শুধু তাদের প্রয়োজনীয় টেস্ট এবং প্রয়োজনে কোয়ারান্টাইনে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে৷
Assam borders with all NE states except Sikkim to open from tomorrow to ease the return of stranded people. No pass is required for people travelling from these states.
All returnees to be screened at inter state borders for #COVID symptoms. #AssamCares
— Himanta Biswa Sarma (@himantabiswa) May 2, 2020
রাজ্যে ঢোকার মুখেই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে, জানিয়েছেন মন্ত্রী শর্মা৷ যারা এএসটিসির বাসে আসবেন, তাদের ফোন করা বা মেল করার প্রয়োজন নেই৷ কবে কখন কোথায় বাস যাবে, তা সরকারি তরফে ঘোষণা করা হবে৷ তবে সে জন্য দিনদুয়েক অপেক্ষা করতে হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন৷