NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

উত্তর-পূর্বে আটকে পড়া রাজ্যবাসীর জন্য গেট খুলে দিল আসাম সরকার
Assam govt opens gate for people stranded in other Northeast states

২ মে: আটকে পড়া আসামবাসীর জন্য উত্তরপূর্ব সীমান্ত মুক্ত করে দেওয়া হয়েছে৷ সিকিম বাদে উত্তরপূর্বের কোনও রাজ্য থেকে আসামের বাড়িতে ফিরে আসার জন্য কোনও পাস লাগবে না৷ ঘোষণার মুহূর্ত থেকে তা কার্যকর বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ তিনি বলেন, ইটানগর, আগরতলা, ডিমাপুর সহ উত্তর-পূর্বের বিভিন্ন জায়গায় বাস যাবে৷ কিন্তু এর আগে কেউ যদি নিজে ব্যবস্থা করে চলে আসতে পারেন, তাদের সীমান্তে কোনও সমস্যা হবে না৷ শুধু তাদের প্রয়োজনীয় টেস্ট এবং প্রয়োজনে কোয়ারান্টাইনে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে৷

রাজ্যে ঢোকার মুখেই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে, জানিয়েছেন মন্ত্রী শর্মা৷ যারা এএসটিসির বাসে আসবেন, তাদের ফোন করা বা মেল করার প্রয়োজন নেই৷ কবে কখন কোথায় বাস যাবে, তা সরকারি তরফে ঘোষণা করা হবে৷ তবে সে জন্য দিনদুয়েক অপেক্ষা করতে হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker