Barak UpdatesHappenings
ভোটের পরই কা-তে নাগরিকত্ব সহজতর হচ্ছে, আশ্বাস পরিমলের
ওয়েটুবরাক, ১৬ এপ্রিলঃ উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রদানের ব্যাপারে নতুন করে আশ্বস্ত করলেন কাছাড়ের বিজেপি নেতৃবৃন্দ। প্রার্থী তথা রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মঙ্গলবার বললেন, অনলাইন প্রক্রিয়ার জন্যই উদ্বাস্তুরা এই আইনের সুবিধা নিতে এগিয়ে আসছেন না। যে দেশ থেকে এসেছেন, সে দেশের বাসিন্দা থাকার প্রমাণপত্র সঙ্গে দেওয়াও কঠিন বিষয়। এই সব বিষয় অবগত হয়ে রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠকে এই প্রক্রিয়াকে সহজতর করার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদর্শ নির্বাচনী আচরণ বিধি কার্যকর থাকায় এখনই সে সব খোলসা করে বলা যাচ্ছে না বলে জানান পরিমল। তিনি অমিত শাহের বক্তৃতা উদ্ধৃত করে বলেন, বিদেশি পরিচয় প্রকাশ করে আবেদন করলেই পুলিশ গ্রেফতার করবে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সিএএ আবেদনকারীদের কারও বিরু্দ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের হবে না।
বিজেপি কার্যালয়ে এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ ডা. রাজদীপ রায়, দুই বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও দীপায়ন চক্রবর্তী, জেলা সভাপতি প্রনুখ