India & World UpdatesBreaking News
আরিফ মহম্মদ কেরলে, আরও ৪ রাজ্যে নতুন রাজ্যপাল
Arif Mahammad in Kerela, new Governors in 4 more states

১ সেপ্টেম্বরঃ কেরলের নতুন রাজ্যপাল মনোনীত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরিফ মহম্মদ খান। পি সদাশিবনের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর মোদি-শাহ জুটি রাজীব গান্ধী আমলের এই মন্ত্রীকেই বেছে নেন। শাহবানু মামলার সময় তিনি মন্ত্রিসভা থেকে বেরিয়ে গিয়েছিলেন। সে থেকে ধীরে ধীরে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে পড়ে তাঁর। বর্তমান সরকারের তিন তালাক এবং কাশ্মীর পুনর্গঠন বিলের তিনি শুধু সমর্থকই নন, পরামর্শদাতাও ছিলেন।
বাকি ৪ রাজ্যপালের মধ্যে স্বাধীন তেলেঙ্গানার প্রথম রাজ্যপাল নিযুক্ত হয়েছেন তামিলনাড়ু বিজেপির প্রথম সারির নেত্রী তমিলিসাই সুন্দরায়ন। কলরাজ মিশ্রকে হিমাচলের পর এখন রাজস্থানের রাজ্যপাল করা হয়েছে। হিমাচলের নতুন রাজ্যপাল আরেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বান্ডারু দত্তাত্রেয়। ভগত সিং কোশারি হলেন মহারাষ্ট্রের রাজ্যপাল।