Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জ জেলায় বিধায়ক ছাড়াও করোনা আক্রান্ত আরও ২০
Apart from MLA, 20 more infected in Karimganj

২২ জুনঃ সোমবার বরাক উপত্যকায় ২৮ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ২১ জনই করিমগঞ্জ জেলার। বাকিরা হাইলাকান্দির। করিমগঞ্জ জেলার ২১জনের মধ্যে রয়েছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালও। বাকি ২০ জনের তালিকা সরকারিভাবে প্রকাশিত হয়েছে।

তাঁরা হলেন পাথারকান্দি নয়াডরের জবরুল হক (২১), বাটইয়া এরালিগুলের নজমুল হোসেন (২০), চামালার জয়নুল হক (৩২), দুল্লভপুরের কমরুল হক (২০), মিসবাহুল আলম (২৪), কুতুব উদ্দিন (২৮), ফকলুল হক (২৪), আলেখারগুল বদরপুরের জাহির আহমেদ (২১), দয়াপুর মর্তাজকান্দির বিক্রম দে (২৭), কামরাঙির রামিজ উদ্দিন (২০), রাতাবাড়ির সাইনুল হক (৫০), ছাগলমূয়া বাজারিছড়ার কয়াস আহমেদ (১৮) , আনিপুরের জবরুল হোসেল (১৯), রাতাবাড়ি টঙ্গিবাড়ির মৈন উদ্দিন (১৯), রুফুল আহমেদ (২১), রামকৃষ্ণনগর বিলবাড়ির বাবলু হোসেন (৩০), বিদ্যানগরের দীনেশ গোয়ালা (৩০), ডলুবামের আতাউর রহমান (৩০), হাটখোলার শামিম কউসার (২১) এবং দুল্লভছড়ার পবন লোহার (৭)। ষোলজনই বেঙ্গালুরু ফেরত বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker