India & World UpdatesAnalyticsBreaking News
Amit Shah tables Citizenship (Amendment) Bill in Rajya Sabhaরাজ্যসভায় নাগরিকত্ব বিল পেশ করলেন অমিত শাহ
১১ ডিসেম্বর : বুধবার নাগরিকত্ব সংশোধনী বিলটি রাজ্যসভায় পেশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে অবশ্য সোমবার অনায়াসে বিলটি লোকসভায় পাস হয়েছে। রাজ্যসভার মোট আসন ২৪৫। বর্তমানে সাংসদ রয়েছেন ২৪০ জন। বিলটি পাস করাতে গেলে ১২১ জন সাংসদের সমর্থন প্রয়োজন। রাজ্যসভায় এই মুহূর্তে বিজেপির সাংসদ সংখ্যা ৮১। সব মিলিয়ে এই বিলের পক্ষে সাংসদ রয়েছেন ১২৮ জন।
অন্যদিকে, বিরোধীদের পক্ষে রয়েছে ১১২টি ভোট। ফলে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে রাজ্যসভায় চিত্র যেকোনও সময় পাল্টাতে পারে। কারণ শিবসেনা শাসক শিবিরের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। লোকসভায় শাসক দলের পক্ষে ভোট দিলেও রাজ্যসভায় শিবসেনা বিলের বিপক্ষে ভোট দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ফলে নাগরিকত্ব বিল নিয়ে রাজ্যসভায় যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা আর বলার অপেক্ষা রাখে না।