NE UpdatesWhere and When?India & World Updates
এয়ারপোর্ট : কেন্দ্রের জবাবে বিস্মিত খোদ জেলা বিজেপি নেতৃত্ব
ওয়েটুবরাক, ৩ জুন : ডলু চা বাগান বাঁচাও সমন্বয় সমিতির আরটিআই-র জবাবকে ভুয়ো বলতে পারেননি বিজেপি নেতারা৷ কারণ এটি কেন্দ্রীয় সরকারের পক্ষে প্রদত্ত জবাব৷ আবার তাঁদের হাতেও রয়েছে বেশ কিছু নথি৷ সেগুলির কোনওটা তৎকালীন কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রীর, কোনওটা এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার৷ ফলে তারা নিজেরাই বিস্মিত, গ্রিনফিল্ড এয়ারপোর্টের জমি একেবারে অধিগ্রহণের কাছে চলে আসার পর কী করে মন্ত্রকের সিপিআইও লিখে দিলেন, শিলচরের জন্য কোনও প্রস্তাবই পাননি তারা!
শুক্রবার ইটখলায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে প্রদেশ মুখপাত্র রাজদীপ গোয়ালা ২০১৯ সালে সংসদে উত্থাপিত একটি প্রশ্ন ও উত্তর দেখান৷ তাতে তৎকালীন বিভাগীয় মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, শিলচরে একটি গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের প্রস্তাব রয়েছে৷
এ ছাড়া, তিনটি জায়গা খতিয়ে দেখা হয়েছে৷ ডলু, খরিল ও শিলকুড়ি বাগান৷ সে কথা টেনে রাজদীপ গোয়ালা জানান, সরকারি দলটি এর মধ্য থেকে ডলুকেই বেছে নিয়েছে৷ পরে রাজ্য সরকারের পরিবহন দফতরের যুগ্ম সচিব এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার স্থানীয় কর্তৃপক্ষকে জমি তৈরির কথা জানান৷ এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার রিজিয়নাল ডিরেক্টর রবিকান্ত পাল্টা চিঠিতে যুগ্ম সচিবকে জানিয়েছেন, জমি বুঝে নেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশ তাদের শিলচর শাখা কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে৷
তাই প্রস্তাব না পাঠালে এতটা এগোনোর প্রশ্নই উঠতো না বলে দাবি করেন গোয়ালা৷ তিনি আহ্বান জানান, আরটিআইর কথা বলে কেউ অহেতুক বিভ্রান্তি ছড়াবেন না৷ গ্রিনফিল্ড এয়ারপোর্ট হবেই বলে জোর গলায় তিনি দাবি করেন৷