NE UpdatesHappeningsBreaking News
গোয়ার পর করোনা মুক্ত রাজ্য মণিপুরAfter Goa, Manipur also becomes corona free state
২০ এপ্রিল : করোনা ভাইরাসের বিরুদ্ধে দেশজুড়ে লড়াইয়ের মধ্যে দুটি রাজ্য থেকে স্বস্তির খবর পাওয়া গেল। গোয়ার পর এ বার ভাইরাস থেকে মুক্ত হলো মণিপুর। এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। তিনি বলেন, ‘আমার এ কথা জানাতে খুব খুশি লাগছে যে, এখন মণিপুর করোনা থেকে মুক্ত হয়ে গেছে। রাজ্যের সব রোগী এখন পুরোপুরি ঠিক হয়ে গেছেন এবং তাদের রিপোর্ট নিগেটিভ এসেছে। রাজ্যে করোনার কোনও নতুন আক্রান্তের খবর নেই।
উল্লেখ্য, মণিপুরে করোনা সংক্রমনের দুটি ঘটনা সামনে আসে। দুজন আক্রান্তের রিপোর্ট নিগেটিভ আসায় এখন রাজ্যটি করোনা মুক্ত হয়ে গেছে। রাজ্যে প্রথম সংক্রমিত হন ২৩ বছরের এক মহিলা। তিনি ব্রিটেন থেকে মণিপুর ফিরেছিলেন। দ্বিতীয় আক্রান্ত ৬৫ বছরের ব্যক্তি দিল্লির নিজামুদ্দিন মরকজ তবলিগি জামাতে অংশ নেওয়ার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন।
প্রসঙ্গত, দেশের মধ্যে সংক্রমণ মুক্ত প্রথম রাজ্য গোয়া। ওই রাজ্যের আক্রান্ত ৭ জন রোগীর রিপোর্ট নিগেটিভ আশায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে রবিবার জানিয়েছেন, বর্তমানে গোয়ায় কোনও সক্রিয় রোগী নেই অর্থাৎ রাজ্য বর্তমানে করোনা মুক্ত রয়েছে। তিনি আরও বলেছেন, গত ৩ এপ্রিল গোয়ায় শেষ করোনা আক্রান্তের খবর সামনে আসে। এরপর ওই আক্রান্তের চিকিৎসা করা হয় এবং রিপোর্ট নিগেটিভ আসায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।