NE UpdatesHappeningsBreaking News
অসমের পর ত্রিপুরাতেও মিলল ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীAfter Assam, patient of black fungus reported from Tripura
ওয়েটুবরাক, ২১ মেঃ অসমের পর ত্রিপুরাতেও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী। রাজ্য সরকার জানিয়েছে, ৬৮ বছরের এক বৃদ্ধার দেহে মিলেছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। তিনি বর্তমানে আগরতলার এক বেসরকারি হাসপাতালে চিকিতসাধীন। এ ক্ষেত্রে সরকারি যে প্রটোকল রয়েছে, তা মেনেই তাঁর চিকিতসা চলছে। তবে এই মুহূর্তে রাজ্য সরকারের মুখপাত্র আইনমন্ত্রী রতনলাল নাথ রোগী সম্পর্কে এর বেশি কিছু জানাতে চাইছেন না।
তিনি বলেন, কেন্দ্র ব্ল্যাক ফাঙ্গাসকে অতিমারি ঘোষণা করায় তাঁরা বিষয়টি কেন্দ্রের নজরে নিয়েছেন। তাঁদের পরামর্শ মেনেই পদক্ষেপ করা হচ্ছে। উত্তর-পূর্বে ব্ল্যাক ফাঙ্গাসের প্রথম সংক্রমিতের সন্ধান মেলে গুয়াহাটিতে। ২৭ বছরের ওই যুবককে বাঁচানো যায়নি। ত্রিপুরার সংক্রমিত হলেন উত্তর-পূর্বের দ্বিতীয় ঘটনা।